চুমু বাদ দিয়ে শুটিং শুরুর অনুমতি বলিউডে

0
99

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

বলিউডে শুরু হচ্ছে শুটিং। অনুমতি দিল মহারাষ্ট্র সরকার। তবে শুটিং চুম্বনের কোনো দৃশ্য করা যাবে না বলেও সাফ জানিয়ে দেয় সেই রাজ্যের সরকার। দেশের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ৬৫ হাজারেরও বেশি। রবিবার মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয় কনটেনমেন্ট জোনের বাইরে শুটিং শুরু করা যাবে জুন মাসে।

kissing | newsfront.co
প্রতীকী চিত্র

তবে শুটিংয়ের ক্ষেত্রে প্রযোজনা সংস্থাকে মানতে হবে একাধিক নিয়মবিধি। এই সংক্রান্ত একটি ১৬ পাতার নির্দেশিকা জারি করা হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে অবিলম্বে শুটিং বন্ধ করতে হবে পরিষ্কার জানিয়েছে উদ্ধব ঠাকরে সরকার। সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ-সব ধরণের শুটিংয়ের জন্য এই নির্দেশিকা মেনে চলতে হবে।

কি কি বিধিনিষেধ রয়েছে তালিকায়? দেখে নিন এক ঝলকে:

১) শুটিং সেটের মধ্যে ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স, চিকিৎসক, নার্স এবং জরুরি স্বাস্থ্য পরিষেবা মজুত থাকতে হবে। নিয়মিত কলাকুশলীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে হবে।

২) একমাত্র চারদেওয়ালে ঘেরা জায়গাতেই শুটিং করা যাবে। ক্রিউ মেম্বারদের কমপক্ষে ৬ ফুটের দূরত্ব মেনে চলতে হবে। শুটিং সেটে মাস্ক পরা বাধ্যতামূলক।

৩) মাত্র ৩৩ শতাংশ কলাকুশলী নিয়েই কাজ করা যাবে (মূল চরিত্র ব্যাতীত)। প্রত্যেককে নিজেদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে, ফোনে আরোগ্য সেতু অ্যাপ থাকা বাধ্যতামূলক।

৪) শুটিং সেট এবং শুটিংয়ের সরঞ্জাম স্যানিটাইজ ও জীবনানুমুক্ত করতে হবে। ফ্লোরে হাইজিন মেনে চলা বাধ্যতামূলক।

৫) অন্তঃসত্ত্বাদের কোনওভাবেই শুটিং ইউনিটে অর্ন্তভুক্ত করা যাবে না। এমনকি কোনও ব্যক্তির স্ত্রী যদি বাড়িতে অন্তঃসত্ত্বা হন তাহলেও তিনি শুটিং ইউনিটের অংশ হতে পরাবেন না। ৬৫ বছরের বেশি বয়স্ক কোনও শিল্পী বা টেকনিশিয়ান সেটে থাকতে পারবেন না। শুটিং দেখতে কেউ হাজির থাকতে পারবে না।

৬) শুটিং সেটে একে অপরকে অভিবাদন জানাতে কোনওরকম আলিঙ্গন করা বা হ্যান্ডশেক করা যাবে না।

৭) কাস্টিং ডিরেক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে যতটা সম্ভব অনলাইনেই কাস্টিং পর্ব মিটিয়ে নিতে।

৮) শুটিংয়ে কোনওরকম জাঁকজমকপূর্ণ বিবাহের দৃশ্য, মারপিটের দৃশ্য কিংবা মার্কেটের দৃশ্য শুট করা যাবে না। অন্তরঙ্গ মূহুর্ত বাদ দিতে হবে, রাখা যাবে না চুম্বনের দৃশ্যও। একটি মেক-আপ কিট একজনের বেশি সদস্য ব্যবহার করতে পারবেন না। একজন অভিনেত্রীর হেয়ার ও মেক-আপের দায়িত্ব একজনকেই পালন করতে হবে।

আরও পড়ুনঃ সুরকার ওয়াজিদ খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ বলিউড

করোনা সংক্রমণ থেকে বাঁচতে ১৯ মার্চ থেকেই মুম্বই ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রির দরজায় তালা ঝোলানো ছিল। থমকে রয়েছে ৭০টি হিন্দি ছবি, ৪০টি মরাঠি ছবি এবং ১০টি ওয়েব সিরিজের শুটিং। এছাড়াও কয়েকটি রিয়্যালিটি শো-এর শুটিং মাঝপথ থেকে বন্ধ হয়ে গিয়েছে। তবে মহারাষ্ট্র সরকারের কাছ থেকে শুটিং শুরু করার অনুমতি পেয়ে এখন অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে বলিউড। যদিও সরকারের এই বিধিনিষেধ মেনে শুটিং শুরু করতে হলে বেশি টাকা ব্যয় করতে হবে প্রযোজনা সংস্থাকে। তা স্বত্ত্বেও মহারাষ্ট্র সরকারের এহেন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রযোজক একতা কাপুর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here