ওয়েবডেস্কঃ
নতুন ইতিহাস রচিত হল ফুটবলের অন্যতম বড় পুরস্কার ব্যালন ডি’অর-এ। এক দশকের মেসি-রোনাল্ডো যুগের আধিপত্যের অবসান ঘটিয়ে ব্যালন ডি’অর জিতলেন লুকা মড্রিচ। এছাড়াও ব্যালন ডি’অর-এর ইতিহাসে প্রথমবার মহিলা ফুটবলারদের পুরস্কৃত করা হল।

সোমবার প্যারিসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ৩৩ বছর বয়সী ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মড্রিচকে জয়ী ঘোষণা করা হয়।ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, গ্ৰীজম্যান, এমব্যাপ্পে ও লিওনেল মেসি যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান দখল করেন।
অপরপক্ষে প্রথমবার মহিলা ব্যালন ডি’অর পুরস্কার জিতলেন নরওয়ে ও লিয়নের স্ট্রাইকার আডা হেগেরবার্গ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেনমার্ক ও উলফসবার্গের পারনেল হার্ডারকে পরাজিত করে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584