নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা,তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। দেশ জুড়ে করোনা পরিস্থিতি জটিল বলেই মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত বাঁকুড়া জেলায় করোনায় আক্রান্তের খবর নেই কিন্তু আতংক তাড়া করে বেড়াচ্ছে জেলার মানুষকে।
তবে বাঁকুড়া জেলা প্রশাসন নিজেদেরকে প্রস্তুতি করে রাখছেন। রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যেই বাঁকুড়া জেলার ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হচ্ছে মুখ্য করোনা হাসপাতাল।
তবে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে এই হাসপাতালে অন্যান্য পরিষেবা সমস্ত কিছু বন্ধ রেখে, শুধুমাত্র আড়াইশো বেডের তৈরি ওয়ার্ডে করোনা চিকিৎসাই হবে। পাশাপাশি এবার বিষ্ণুপুর মহকুমার কোতুলপুরে একটি বেসরকারি হাসপাতালে চুয়ান্ন বেডের ওয়ার্ড অর্থাৎ করোনা হাসপাতাল তৈরি হচ্ছে।
আরও পড়ুনঃ কো-অপারেটিভের উদ্যোগে পথে নামলো ভ্রাম্যমাণ গাড়ি, ঘরে বসেই মিলবে সামগ্রী
ওই হাসপাতালেও অন্যান্য চিকিৎসা বন্ধ করে, শুধুমাত্র করোনা হাসপাতালের জন্য যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে। করোনা মোকাবিলার জন্য আগেভাগেই সব ধরনের পরিকাঠামো এবং চিকিৎসা ব্যবস্থা প্রস্তুতি রাখছে জেলা স্বাস্থ্য দফতর।
তবে এবিষয়ে ‘রাষ্ট্রমন্ত্রী অধ্যাপক শ্যামল সাঁতরা জানান,” এক সপ্তাহের মধ্যেই এই হাসপাতাল চালু করা হবে। এখানে চুয়ান্ন বেডের পাশাপাশি চারটি ভেন্টিলেটরেরও ব্যবস্থা থাকবে”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584