নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের নিমপুরা এলাকায় পথেরসাথীতে করোনা যোদ্ধাদের জন্য বিশেষ হাসপাতাল তৈরির কাজ চলছে জোর কদমে। আগামী কয়েকদিনের মধ্যে ওই হাসপাতাল চালু হয়ে যাবে বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়।
পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার নিমাই চন্দ্র মন্ডল বলেন, “খড়গপুরের নিমপুরা পথেরসাথীতে করোনা যোদ্ধাদের জন্য ৪০ বেডের বিশেষ একটি হাসপাতাল তৈরি করা হচ্ছে। ওই হাসপাতালে সমস্ত রকমের ব্যবস্থা থাকবে।
আরও পড়ুনঃ হাতিকে উত্ত্যক্ত করতে নিষেধ করে পোস্টারিং বনদফতরের
থাকবে ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীরা।ওই হাসপাতালে কেবলমাত্র করোনাতে আক্রান্ত করোনা যোদ্ধাদের চিকিৎসা করা হবে। ওই হাসপাতালের পরিকাঠামো গড়ে তোলার কাজ শেষ পর্যায়ে চলছে। আগামী কয়েক দিনের মধ্যে ওই হাসপাতাল চালু করার ব্যবস্থা করা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584