নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ঐতিহাসিক মেদিনীপুর স্টেশনে সৌন্দর্য্যায়নের কাজ শুরু হয়েছে। এক সময়ের বীর বিপ্লবীদের বাসস্থান এই মেদিনীপুরের অনেক ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এই স্টেশন। রেল দফতরের পক্ষ থেকে পূর্বেই জানা গিয়েছিল যে মেদিনীপুর স্টেশনকে নতুন করে সাজানো হবে।সেই প্রস্তাবকে কার্যকরী করতে আজ দঃপূঃ রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার
কে.কে. রেড্ডি আসেন স্টেশন পরিদর্শনে । সাথে ছিলেন আরো দুই আধিকারিক কুলদীপ তিওয়ারী, এম. প্রধান ।
আজ দুপুর তিনটে নাগাদ মেদিনীপুর স্টেশনে আসেন তাঁরা। স্টেশন চত্বর ঘুরে দেখেন। জানা গেছে যাত্রীদের সুবিধার জন্য চলমান সিঁড়ি বসনো হবে স্টেশনে। এছাড়াও দুই নং প্ল্যাটফর্মে একটি ফুট ব্রীজ বানানো হবে। ২ ও ৩ নং প্ল্যাটফর্মের পাশে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরী হবে। বানানো হবে নতুন টিকিট কাউন্টার। এছাড়াও একটি প্রস্তাব দেওয়া হয়েছে রেল মন্ত্রীকে যে মেদিনীপুর থেকে একটি বিশেষ ট্রেন দেওয়া হোক যেটি কয়েকটি স্টেশনে থেমে খড়গপুর স্টেশনে ঢুকবে এবং সেখান থেকে বাকি কোনো স্টেশনে না থেমে সরাসরি হাওড়া যাবে। রেল যাত্রীদের জন্য বানানো হবে ছাউনি। স্টেশনের বাইরে আলোরসজ্জার ব্যবস্থা করা হবে। মার্কেট গড়ে তোলা হবে স্টেশন চত্বরে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584