সচেতনতা প্রচার আর বাঁশি, হাতির আক্রমণ রুখতে নয়া উদ্যোগ বন দফতরের

0
59

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

হাতি তাড়াতে বাঁশি বাজাবে বনদপ্তর।লাগাতার বুনো হাতির আক্রমণে আতঙ্কিত মাদারিহাট এলাকার বাসিন্দারা।পরপর দু’দিনে হাতির আক্রমণে দুজনের মৃত্যুরর ঘটনায় চিন্তিত বনদপ্তরও।

new initiative of forest department
মাইকিং।নিজস্ব চিত্র
new initiative of forest department
সচেতনতা প্রচার।নিজস্ব চিত্র

ইতিমধ্যে বুনো হাতির আক্রমণ থেকে বনবস্তি বাসীদের রক্ষা করতে বনবস্তি এলাকায় সচেতনতা মূলক মাইকিং করছে বনদপ্তর। জলদাপাড়া বনদপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষদের সচেতন করার লক্ষ‍্যে বনবস্তি এলাকায় মাইকিং করানো হচ্ছে।

আরও পড়ুনঃ বুনো হাতির আক্রমণে গুরুতর জখম বৃদ্ধা

new initiative of forest department
নিজস্ব চিত্র

বনবস্তি বাসিন্দাদের কাছে আবেদন করা হচ্ছে রাতে ও ভোরের দিকে ঘর থেকে কম বেরোতে বের হলেও সচেতন থাকার জন‍্য কেননা একটি বুনো হাতির দল মাদারিহাট এলাকায় ঘুরে বেড়াচ্ছে।

এছাড়া রাতে হাতি হানা থেকে বনবস্তি বাসিন্দাদের রক্ষা করতে অভিনব উদ‍্যোগ নিল যৌথ বন সুরক্ষা কমিটি।যৌথ বন সুরক্ষা কমিটির পক্ষ থেকে প্রতিটি এলাকায় রাতে চারজন করে লোক ঠিক করা হয়েছে এবং তাদের কাছে থাকবে একটি বিশেষ বাঁশি। তারা রাত্রে এলাকায় পাহারারত থাকবে এবং হাতি দেখলেই তারা বাঁশি বাজাবে।

এই বাঁশির বিশেষত্ব এটা খুব তীব্র আওয়াজ হয় এবং এই আওয়াজ শুনে এলাকার বাসিন্দারা সজাগ হয়ে পড়বে এবং বনদপ্তরের যে এলিফ‍্যাণ্ট স্কোয়াড টিম আছে তাদের কানে চলে যাবে বাঁশির আওয়াজ এবং তারা সেই এলাকায় চলে আসবে।

এই বিষয়ে যৌথ বন সুরক্ষা কমিটির সভাপতি সুনিল দাস জানান,”বনবস্তি বাসিদের রক্ষা করার জন‍্য এই অভিনব উদ‍্যোগটি গ্ৰহণ করা হয়েছে এবং জুন মাসের ১ তারিখ থেকে এই কাজটি শুরু হয়েছে আশা করা যাচ্ছে এই উদ‍্যোগ কার্যকারী হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here