কোভিড যুদ্ধে ‘জঙ্গলমহল উদ্যোগ’র বিশেষ প্রয়াস

0
81

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

স্বেচ্ছাসেবী সংগঠন “জঙ্গলমহল উদ্যোগ”-এর পশ্চিম মেদিনীপুর শাখার উদ্যোগে এবং কলকাতার গড়িয়ার “মুক্তি” সংস্থার সহযোগিতায় সোমবার এক ছোট্ট অনাড়ম্বর কর্মসূচির মাধ্যমে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে কোভিড আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দুটো অক্সিজেন কনসেনট্রেটর , অক্সিমিটার, কোভিড এর প্রয়োজনীয় জন্য কিছু ওষুধ, মাস্ক, স্যানিটাইজার,সাবান তুলে দেওয়া হলো ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২ নম্বর ব্লকের বিডিও অর্ঘ্য ঘোষের হাতে।

oxygen | newsfront.co

এদিনের কর্মসূচিতে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সম্পাদক সমাজকর্মী শিক্ষক সুব্রত মহাপাত্র, সংগঠনের সদস্য সমাজকর্মী শিল্পী শিক্ষক নরসিংহ দাস, সদস্যা সমাজকর্মী বাচিক শিল্পী রীতা বেরা প্রমুখ।

jhargram | newsfront.co

এদিনের কর্মসূচিতে বিডিও অর্ঘ্য ঘোষ ছাড়াও ব্লক প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক কিংশুক রায়, বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধি,পঞ্চায়েত সমিতির সভাপতি হিমসাগর সিং প্রমুখ। মেদিনীপুর থেকে জঙ্গলমহল উদ্যোগের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি ড.মধূপ দে জানান, মহামারীর সময়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে তাঁরা এই ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করেছেন।

আরও পড়ুনঃ আতঙ্ক নয় সতর্ক থাকুন, করোনা ও ‘যশ’ নিয়ে সতর্কতার বার্তা রেড ভলেন্টিয়ার্সের

এটা মানুষের কাজে এলে তাঁরা খুশি হবেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত বিডিও,ওসি,বিএমওএইচ সহ প্রশাসনের অন্যান্য কর্তা ব্যক্তিরা জঙ্গলমহল উদ্যোগের এই প্রয়াসকে সাধুবাদ জানানোর পাশাপাশি জঙ্গলমহল উদ্যোগের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সম্পদক সুব্রত মহাপাত্রসহ গোটা সংগঠনের সমস্ত সদস্য-সদস্যা ও “মুক্তি’ সংগঠনের প্রশংসা করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here