নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণাঃ
করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলার সময় যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল সাইকেল অথবা নিজস্ব গাড়ি। ফলে নতুন গাড়ির বিক্রি যথেষ্ট বেড়েছে। স্বাভাবিকভাবেই নতুন লাইসেন্স ও গাড়ির মালিকানা পরিবর্তনের জন্য চাপও বেড়েছে বিভিন্ন পরিবহন দফতরের অফিসে।
সেই সুযোগে বিভিন্ন জায়গায় দালালরাজ মাথা চাড়া দিয়ে উঠেছে। সাধারণ মানুষের সমস্যা কমাতে তাই ব্যারাকপুরের এআরটিও অফিসের তরফে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ আবহাওয়া ভালো নয়, পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর
চলতি মাসের প্রত্যেক শনিবার স্পেশ্যাল শিবির লার্নার লাইসেন্স ও গাড়ির মালিকানা পরিবর্তনের কাজ করা হচ্ছে। গতকাল, শনিবারের এই ক্যাম্পে ১৫০ জন উপস্থিত হয়েছিলেন।
আরও পড়ুনঃ ডেঙ্গু সচেতনতা গড়তে মেদিনীপুরে ট্যাবলো উদ্বোধন
এআরটিও সুদীপ্ত মজুমদার বলেন, যাতে দ্রুততার সঙ্গে লার্নার লাইসেন্স ও মালিকানা পরিবর্তনের কাজ শেষ করা যায়, তার জন্য পুজোর আগে পর্যন্ত প্রত্যেক শনিবার ক্যাম্প করা হবে। তিনি আরও বলেন যে, এই শিবিরে আসার ৪৮ ঘন্টা আগে ‘সারথী’ ওয়েবসাইটে স্লট বুকিং করতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584