নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
লকডাউনে এবার এলাকার অসহায় ক্ষৌরকার, ধোপা ও গাড়ির চালকদের পাশে দাঁড়ালেন চাঁচল থানার পুলিশকর্মীরা। লকডাউনে বিধি মেনে বন্ধ রাখতে হয়েছে সেলুন। কাজ নেই ধোপা সম্প্রদায়ের মানুষেরও। কর্মহীন অবস্থায় দিন কাটছে অন্যের গাড়ি চালিয়ে জীবীকা চালান যারা তাদেরও।
লকডাউন শুরু হওয়ার পর খেটে খাওয়া দুঃস্থ মানুষদের আগেও একাধিকবার খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করেছে চাঁচল থানা। মঙ্গলবার অসহায় ক্ষৌরকার, ধোপা ও গাড়ির চালক মিলিয়ে ২০০ জনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
আরও পড়ুনঃ বিশেষ ট্রেনের খবর নেই, তবু প্রস্তুতি চরমে প্রশাসনের
সামাজিক দূরত্ব বিধি মেনে থানার পিছনে খোলা জায়গায় প্রত্যেককে পাঁচ কিলোগ্রাম চাল, এক কিলোগ্রাম মুসুরির ডাল, দু কিলোগ্রাম আলু, এক কিলোগ্রাম পেয়াঁজ ছাড়াও লবন ও সাবান দেওয়া হয়। এদিন চাঁচল থানায় খাদ্য সামগ্গী বিলি করার পাশাপাশি চন্দ্রপাড়া এলাকায় ১০০ জনকে পুলিশের তরফে মাস্ক বিলি করা হয় বলে জানিয়েছেন চাঁচলের আইসি সুকুমার ঘোষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584