অবহেলিত, পিছিয়ে পড়া শিশুদের জন্য অভিনব উদ্যোগ সিনির

0
118

জৈদুল সেখ, মুর্শিদাবাদ:

বন্ধ স্কুল, বাড়ছে শিশুশ্রম থেকে বাল্যবিবাহের প্রবনতা। শিশুদের ভবিষ্যতের কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ গ্রহণ করল স্বেচ্ছাসেবী সংস্থা চাইল্ড ইন নিড ইন্সটিটিউট (সিনি)। এবং ফ্যান্ডেজেমো স্যানজেনো প্রযেক্টের সহযোগিতায় সিআরসি সপ্তাহ পালিত হল মুর্শিদাবাদের হাতিনগর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে। এলাকায় পিছিয়ে পড়া, অবহেলিত বাচ্চাদের শিক্ষার আলোতে ফিরিয়ে আনার উদ্যেশ্যে নতুন করে পাঁচটি লার্নিং সেন্টার উদ্বোধন করা হয় এই অঞ্চলের বিভিন্ন সংসদে।

programme
নিজস্ব চিত্র

শিশুদের বিকাশ ও সচেতন করতে সি আর সি সপ্তাহ পালন কর্মসূচি গ্রহণ করা হয়েছে সিনির পক্ষ থেকে। গত শনিবার হাতিনগর গ্রাম পঞ্চায়েতে কবিতা আবৃত্তি, অঙ্কন প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা এবং সর্বোপরি পাঁচটি নতুন লার্নিং সেন্টারের উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠান পালিত।

school student

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মাননীয় জয়ন্ত চৌধুরী মহাশয়। তিনি বলেন, “আমরা এলাকায় প্রায় সাতশোর বেশি বাচ্চাকে সরাসরি পড়াশোনা করার সুযোগ করে দিয়েছি । তাছাড়া কভিড কালে স্কুল বন্ধ থাকায় শিশুরা যাতে পড়াশোনা থেকে দূরে চলে না যায় তার জন্য আমরা বিভিন্ন এলাকায় শিশুদের পড়াশোনার বিশেষ সুযোগ গ্রহণ করে দিয়েছি।” এছাড়াও জয়ন্ত বাবু আরও বলেন, “শিশুশ্রম এবং বাল্যবিবাহ বন্ধ করা আমাদের আসল লক্ষ্য।”

আরও পড়ুনঃ আগামী বুধবার থেকে রনগ্রাম ব্রিজে মিলল খালি বাস পারাপারের ছাড়পত্র

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক প্রতিনিধি থেকে শুরু করে আশাকর্মী, পঞ্চায়েত কর্মী ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, অল্প বয়সে পড়াশোনা বন্ধ করে দেওয়া, অবহেলিত শিশুদের শিক্ষার আলোয় ফিরিয়ে আনা, বাল্যবিবাহ প্রতিরোধ করা একাধিক সামাজিক উদ্যেশ্যে নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছে স্বেচ্ছাসেবী সংস্থা সিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here