রেশন না পাওয়া পুর বাসিন্দাদের পাশে দাঁড়াতে নির্দেশ ফিরহাদের

0
41

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

করোনা পরিস্থিতিতে রাজ্য সরকারের ঘোষিত রেশন সামগ্রী এখনও পাচ্ছেন না অনেকেই। গ্রামীণ এলাকাতে এই সমস্যা বেশি হলেও পুরসভা এলাকার বেশ কিছু বাসিন্দাও ডিজিটাল কার্ড না থাকায় রেশন পাচ্ছেন না বলে অভিযোগ।এবার রেশন না পাওয়া পুর এলাকার বাসিন্দাদের সক্রিয়ভাবে সাহায্য করতে পুরসভাগুলিকে নির্দেশ দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

Firhad Hakim | newsfront.co
নিজস্ব চিত্র

এর ফলে হাজার খানেক শহরবাসী উপকৃত হবেন বলে জানা গিয়েছে। একই সঙ্গে পুরসভার উন্নয়নমূলক কাজের ফান্ড থেকে খাদ্য সামগ্রী বিলি করা যাবে না বলেও তিনি নির্দেশ দিয়েছেন।পুরমন্ত্রীর এই নির্দেশের কথা এদিন জানান ইংলিশবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পুরসভা সক্রিয় পদক্ষেপ নিতে শুরু করেছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ সরকারি নির্দেশে তালা ভেঙে বি এড কলেজে কোয়ারেন্টাইন সেন্টার

পুরসভার ভাইস চেয়ারম্যান জানিয়েছেন, ‘আমাদের অনুমান ২৯টি ওয়ার্ডের প্রতিটিতে গড়ে ২৫ থেকে ৩০টি পরিবার এই রেশনের সুবিধা থেকে এখনও বঞ্চিত রয়েছেন। পুরসভার জন প্রতিনিধিরা নিজস্ব উদ্যোগে সমস্যায় থাকা নাগরিকদের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছেন। তবে তাতে পুরসভার তহবিলে হাত দেওয়া হয়নি।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here