করোনা নিয়ে সচেতনতা বাড়াতে মণীষীদের মূর্তিতে মাস্ক পুরসভার

0
49

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

সাধারণ মানুষকে করোনা সংক্রমনের হাত থেকে বাঁচাতে অভিনব উপায় বের করল ইসলামপুর পুরসভা। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানুষকে মুখে মাস্ক পড়তে উৎসাহিত করতে উদ্যোগী হল পুরসভা। বৃহস্পতিবার শহরের মণীষীদের মূর্তিতে মাস্ক লাগানো হল।

Mask | newsfront.co
নিজস্ব চিত্র

স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, নেতাজি অথবা বি. আর. আম্বেদকরের মুখে মাস্ক পরানো হল। এবিষয়ে ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালা জানান, ‘শহরের সমস্ত মনীষীদের মূর্তিতে মাস্ক লাগিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ পুলিশ কর্মীদের পিপিই কিট, মাস্ক বিতরণ জেলা যুব তৃণমূল সভাপতির

মানুষকে সচেতন করার জন্যই তারা এই কর্মসূচি নিয়েছেন, যা দেখে সাধারণ মানুষ যাতে নিজেরাই সচেতন হতে পারেন।’ এদিন ইসলামপুর বাস টার্মিনাসের সামনে স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, নেতাজী সুভাষ চন্দ্র বসু, বি আর আম্বেদকর সহ শহরের বিভিন্ন স্থানে মনীষীদের মুখে মাস্ক লাগিয়ে দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here