নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনাভাইরাসের কবলে গোটা পৃথিবী। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও জাঁকিয়ে বসেছে কোভিড-১৯। পশ্চিমবঙ্গেও দাপিয়ে বেড়াচ্ছে এই ভাইরাস। সংক্রমিত ও মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এহেন কঠিন পরিস্থিতিতে করোনা রোগীদের চিকিৎসকের পরামর্শ নেওয়া আরও সহজ করে দিল কলকাতা পুরসভা।
আইএমএ-র সঙ্গে যৌথ উদ্যোগে একটি নতুন পরিষেবা এনেছে তারা। এই পরিষেবায় ভিডিও কলের মাধ্যমে বিনামূল্যে নেওয়া যাবে নামি চিকিৎসকদের পরামর্শ। এজন্য ‘ডাক্তারবাবু’ নামে একটি অ্যাপ এনেছে তারা। এছাড়া consult.janupchaar.com নামে একটি ওয়েবসাইট চালু করেছে তারা।
নতুন এই ব্যবস্থায় প্রথমে আপনাকে অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে ইমেইল আইডি ও ফোন নম্বর দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তার পর সেখানে তালিকা থেকে বেছে নিতে হবে কোন ডাক্তারবাবুকে দেখাতে চান আপনি।
আরও পড়ুনঃ অ্যাডভাইজারি না মানায় ৬ বেসরকারি হাসপাতালকে নোটিস পাঠাল স্বাস্থ্য কমিশন
এরপর তাঁর কাছে নির্দিষ্ট সময় অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। ডাক্তারবাবুর সঙ্গে কখন যোগাযোগ করা হবে সেই সময় আপনাকে আগে থেকে জানিয়ে দেওয়া হবে। তারপর আপলোড করতে হবে পুরনো প্রেসক্রিপশন ও রিপোর্ট।
আরও পড়ুনঃ করোনা আবহে বিশেষ সাজে কলকাতা বিমানবন্দর
করোনা পরিস্থিতির মধ্যে অন্যান্য রোগে আক্রান্ত রোগীরা খুব সমস্যায় পড়েছেন। করোনার ভয়ে অনেকে ডাক্তার দেখাতে যাচ্ছেন না। অনেক ডাক্তারবাবু করোনার সতর্কতা হিসাবে চেম্বার করা বন্ধ করে দিয়েছেন। ফলে কিডনি, হার্ট-সহ নানা বিভাগের রোগীদের দীর্ঘদিন চিকিৎসা হচ্ছে না। সেই সমস্যার সমাধানে কার্যকরী হতে পারে কলকাতা পুরসভা ও আইএমএ-র এই নয়া উদ্যোগ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584