নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
এই অতিমারির সময়ের সঙ্গে সঙ্গে আমরা ধাপে ধাপে আমাদের কার্যকলাপ স্বাভাবিক করার চেষ্টা করছি। ধীরে ধীরে ছন্দে ফিরছে আমাদের প্রাণের, আনন্দের চেনা শহর। সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ ছিল এই অনুষ্ঠানমুখর শহরেও। তবে, আছে একটা সুখবর।
আগামী ২১ শে সেপ্টেম্বর, সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে ই.জেড.সি.সি এর উন্মুক্ত স্থানে একশো জন দর্শকের বসার ব্যবস্থা সহ সব গাইডলাইনগুলি বজায় রেখেই ছন্দে ফেরার এক উদ্যোগ নিয়েছে ‘প্রেরণা সেন্টার ফর পারফর্মিং আর্টস এবং ই.জেড.সি. সি।’
“এই সন্ধ্যায় সংগীত, নৃত্য এবং থিয়েটারের এই উদ্যোগটি নিতে পেরে আমরা আনন্দিত”- বললেন লুনা পোদ্দার। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন অসীমবন্ধু ভট্টাচার্য, পারমিতা মৈত্র, সুস্মিতা চ্যাটার্জি এবং লুনা পোদ্দার।
কণ্ঠসঙ্গীতে পণ্ডিত দেবাশিস সরকার, সেতারে জয়ন্ত বন্দ্যোপাধ্যায়, তবলায় উজ্জ্বল ভারতী এবং কীবোর্ডস বাজাবেন পুলক সরকার। থাকছে জিগির রচিত নাটক ‘তা তা থৈ থৈ’।
আরও পড়ুনঃ আগমনী গানে ইন্দ্রানী সেন, ক্যানভাসে বার্তা তরুণীর
অভিনয়ে বিশ্বজিৎ সরকার, পরিচালনায় নীলাদ্রি শেখর বন্দ্যোপাধ্যায়। কত্থক পরিবেশন করবেন ‘প্রেরণা’র শিল্পীরা। নির্দেশনায় লুনা পোদ্দার। সংগীত নির্দেশনায় জয়ন্ত বন্দ্যোপাধ্যায়, আলো দেবেন দীনেশ পোদ্দার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584