যৌনপল্লির শিশুদের নিয়ে কাজের পরিকল্পনা ঋদ্ধির

0
103

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

গানের পাশাপাশি অন্যরকম কাজ করতে পছন্দ করেন পঞ্চকবির কন্যা ঋদ্ধি বন্দোপাধ্যায়। কখনও পঞ্চকবির গানের হাত ধরে দেশে-বিদেশে অনুষ্ঠান, কখনও বা রজনীকান্ত সেনের শহরের বুকে মূর্তি বসানোর উদ্যোগ। কখনও বই লেখা তো কখনও যৌনপল্লির কচিকাচাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। এহেন উদ্যোগে নিজের মনের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেন ঋদ্ধি।

Riddhi Banerjee | newsfront.co

করোনাকালে সকলেই সচেতন সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার, হাত পরিষ্কার রাখার ব্যাপারে। সম্প্রতি ‘দুর্বার’- এর কার্যালয়ে গিয়ে শিশুদের হাতে মাস্ক, স্যানিটাইজার তুলে দেন ঋদ্ধি বন্দোপাধ্যায়।

বছর কয়েক আগে “সংস্ট্রেস’ শীর্ষক এক অনুষ্ঠানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এক মঞ্চে যৌনপল্লির বেশ কিছু বাচ্চাদের দিয়ে নৃত্য পরিবেশন করান ঋদ্ধি।

আরও পড়ুনঃ রবীন্দ্র সৃষ্টির ডালি সাজিয়ে আসছেন সুজয়প্রসাদ-জয়তি-তন্ময়

শিল্পী জানান- “সকলেরই জীবনে কিছু চাহিদা থাকে। কেউ পাশে এসে দাঁড়ান, কেউ আসেন না। আমার বরাবরই মনে হয়েছে নিজের স্বল্প সামর্থে যেটুকু মানুষের কাজে আসতে পারি সেটুকুই আমার কাছে অনেক বড় পাওয়া। আমি আগেও চেষ্টা করেছি ওদের দিয়ে নাচ-গান করাতে। ভবিষ্যতেও ইচ্ছা আছে আবার এক সঙ্গে কাজ করার।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here