মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ স্কুল, কলেজ, দোকানপাট। বন্ধ ঐতিহ্যবাহী কলেজ স্ট্রিটের বইপাড়াও। এরইমধ্যে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় আমপান আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গ উপকূলে। আমপানের ব্যাপক প্রভাব পড়েছে কলেজ স্ট্রিটে। জলের তোড়ে ভেসে গেছে হাজার হাজার বই। তাকে সাজানো বইগুলো এখন জলে ভাসছে। জলে ভিজে গেছে নতুন-পুরনো নানা বই। লকডাউন ও আমপানের জোড়া ধাক্কায় বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছেন প্রকাশক ও বই বিক্রেতারা।
কলেজ স্ট্রিটকে সারিয়ে তুলতে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। দুর্বিপাকে বাঙালির বইপাড়া। এহেন পরিস্থিতির মধ্যেই বইপাড়াকে বাঁচানোর উদ্যোগে এগিয়ে এল কলকাতা বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তন ছাত্রছাত্রীরা।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রাক্তন ছাত্র শুভজিৎ সরকার জানান, ‘‘কলেজ স্ট্রিটের ক্ষতির পরিমাণ বলে শেষ করা যাবে না। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বইপাড়াকে বাঁচানোর জন্য আমরা সমস্ত বইপ্রেমী, সমস্ত কলেজ স্ট্রিটপ্রেমীদের কাছ থেকে অনুদান চাইছি। বই বা কলেজ স্ট্রিট ছাড়া আমরা কলকাতায় থাকতে পারব না। কলেজ স্ট্রিটের বইপাড়া হল বইপ্রেমীদের প্রাণ। একে ছাড়া থাকা অসম্ভব। কলকাতার ইতিহাস ও ঐতিহ্য কলেজ স্ট্রিটকে ছাড়া কোনোদিন সম্পূর্ণ হতে পারবেনা।”
আরও পড়ুনঃ ৩০শে জুন পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান: শিক্ষা মন্ত্রী
প্রেসিডেন্সির অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র অহন কর্মকার জানান, ‘‘দান নয়। আমরা কলেজ স্ট্রিটের ছোট বই বিক্রেতাদের সঙ্গে আমাদের একাত্মতা দেখাতে চাই। কলেজ স্ট্রিটের পাশে দাঁড়ানোর জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমগ্র পৃথিবীতে থাকা প্রাক্তনীদের কাছে আবেদন করা হচ্ছে।“ ঘূর্ণিঝড়ের সাতদিন হয়ে গেলেও আজ কলেজ স্ট্রিটের চিত্রটা দেখলে মন খারাপ হয়ে যায়।
বিজ্ঞান, দর্শন, চিকিৎসাশাস্ত্র, শিল্পকলা, সংস্কৃত রকমারি বিষয়ের সব বই। ভিজে যাওয়া এই সব বই এখন রাস্তায়। কলেজ স্ট্রিটে বইপাড়ার রাস্তায় এখন শুকোচ্ছে সারি সারি বই। কফি হাউস হোক বা প্রেসিডেন্সি, ওই রাস্তা দিয়ে গেলে এমন দৃশ্য চোখে পড়তে বাধ্য। ঘূর্ণিঝড়ের দাপটে তিন থেকে চার ফুট জলের তলায় চলে গিয়েছিল কলেজ স্ট্রিট। বিধ্বংসী সেই ঝড়ের পরের দিন সকালে বইপাড়ায় যেতেই দোকানদারদের চক্ষু চড়কগাছ। জলে ভাসছে হাজার হাজার বই। তবে ঘূর্ণিঝড় আমপানের ধাক্কা সামলে আবার আগের চেহারায় ফিরবেই কলেজ স্ট্রিট। দৃঢ় বিশ্বাস বইপ্রেমী ও দোকানদারদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584