জয়জীবন গোস্বামী,বাঁকুড়াঃ
বিষ্ণুপুরের আরেকবার নতুন প্রচেষ্টা গেঞ্জির উপর। গেঞ্জির ওপর বিষ্ণুপুরের ঐতিহ্য এর যে ছবি তা তুলে ধরা হচ্ছে।প্রশাসনিক মহলে মানস মন্ডল এর বক্তব্যে বোঝা গেল যে বিষ্ণুপুরের অর্থনৈতিক দিক কিছুটা চাঙ্গা করার উদ্দেশ্যে এবং বিষ্ণুপুরে যে সমস্ত শিল্পীরা আছেন বালুচুরি কাঁসা-পিতল এবং বিষ্ণুপুরের ইতিহাসকে তুলে ধরার সাথে পর্যটকদের আকর্ষণ করায় মূল বিষয়।
বিষ্ণুপুরের মন্দির ভাস্কর্য, টেরাকোটা বিভিন্ন কাজ, বিষ্ণুপুর কে নিয়ে এক অভিনব প্রচেষ্টায় গেঞ্জীর ওপর তার ছবি তুলে ধরেছে।বাইরে থেকে আসা পর্যটকরা এই সামগ্রীর মধ্যে বিষ্ণুপুরের সংস্কৃতির স্বাদ পাবে।
বিভিন্ন মানুষ যারা স্বনির্ভর গোষ্ঠী তাদের মাধ্যমে এই কাজ তুলে ধরা হবে এবং তাদেরকে দিয়েই এই প্রোডাকশন বিক্রয় করার চিন্তাভাবনা রাখা হচ্ছে।আপাতত এখন কিছু গেঞ্জি এবং সেগুলো পোড়ামাটির হাটে বিক্রয় হবে এবং বিষ্ণুপুরের ট্যুরিজম যারা গাইড করেন তাদের প্রত্যেকের এই টি শার্ট পড়ে তারা পর্যটকদের বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, তাদের মন্দির দর্শন করাবেন এবং বিষ্ণুপুর সম্পর্কে জানাবেন যার ফলে বিষ্ণুপুরের বিজ্ঞাপন এবং বিষ্ণুপুরের সম্বন্ধে জানা মানুষের কাছে আরও অনেকটাই সহজ হবে।
বাইরে থেকে আসা পর্যটকদের আরো বেশি মন্দির নগরীর প্রতি আকর্ষণ বাড়বে। মানুষের কাছে পর্যটকদের কাছে অনেকটাই লাভবান হবেন বিষ্ণুপুরের মানুষ এবং বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী গুলি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584