গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ
উত্তরপূর্ব সীমান্ত রেলের ঘোষণা অনুসারে আগামী কাল থেকে এনজেপি হলদিবাড়ির মধ্যে লোকাল ট্রেন চলাচল পুনরায় শুরু করা হচ্ছে।রেল সূত্রে জানাগেছে, সেই কারণে শনিবার জলপাইগুড়ি স্টেশনের প্ল্যাটফর্ম থেকে শুরু করে বসার জয়গা, শৌচালয় সাফাইয়ের কাজ শুরু করা হয়েছে।
তবে লকডাউনের সময় থেকে দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পরে পুনরায় এই রুটে ট্রেন চলাচল শুরু হতে চললেও নিত্যযাত্রী এবং সবজি ব্যবসায়ীদের সেরকম কোন সুবিধা হচ্ছেনা বলেই অভিযোগ উঠেছে।
আরও পড়ুনঃ আইসিডিএস সেন্টার বদলালো তৃণমূল নেতার গ্যারেজে, শোরগোল খড়্গপুর শহরে
কারণ এই রুটে সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত তিন জোড়া ট্রেন চলাচল করতো। কিন্তু বর্তমানে কমিয়ে দুই জোড়া ট্রেন চালানো হবে।যার ফলে নিত্য যাত্রীদের সমস্যার পুরোপুরি সমাধান হবেনা ৷
তবে এই বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেল মালিগাঁওয়ের সিপিআরও শুভানন চন্দ জানিয়েছেন, এক দুই মাসের মধ্যে ওই রুটের সমস্ত ট্রেন চালু করা হবে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584