যীশুর হাত ধরেই প্রকাশ্যে এল মিকি মেটালসের নতুন লোগো

0
103

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

৫ নভেম্বর, বৃহস্পতিবার মিকি মেটালস লিমিটেডের উদ্যোগে মিকি পাওয়ার প্লাস টিএমটি ৬০০ এসডি একটি সাংবাদিক সম্মেলনের তাদের নতুন লোগোর উদ্বোধন করল।

jisshu sengupta | newsfront.co

এদিন মিকি মেটালস লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা যিশু সেনগুপ্ত-র হাত ধরেই প্রকাশ্যে এল এই নতুন লোগো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিকি মেটালস লিমিটেডের পরিচালক জনাব এসকে আগরওয়াল এবং মিকি মেটালস লিমিটেডের পরিচালক এন কে আগরওয়াল। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মিকি মেটালস লিমিটেডের পরিচালক জনাব সাকেত আগরওয়াল এবং জনাব সুমিত আগরওয়াল।

আরও পড়ুনঃ স্মৃতিভ্রষ্ট শ্যামা

micky metals | newsfront.co

মিকি মেটালস লিমিটেডের মূল উৎপাদন কেন্দ্রটি রয়েছে বীরভূম জেলার সিউরিতে। তবে পরে মিকি মেটালস লিমিটেডের সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুনঃ পুনমের পর এবার এফআইআর দায়ের মিলিন্দ সোমনের বিরুদ্ধে

jisshu sengupta | newsfront.co

আগামী ছয় মাসের মধ্যে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আসাম, উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীর রাজ্যে একটি প্রচারের মাধ্যমে তাদের ব্র্যান্ডের ভৌগলিক বিস্তারের পরিকল্পনা করছে মিকি মেটালস। কোভিড সঙ্কটের কারণে যেখানে ক্ষুদ্র ও বড় ব্যবসায়ী সংগঠন থেকে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই হচ্ছে, সেখানে মিকি মেটালস লিমিটেড এই সম্প্রসারণ উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা করছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here