নিজস্ব সংবাদদাতা, মালদাঃ
বৌভাতে এবার অভিনব উদ্যোগ নিয়ে এগিয়ে এলো মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্তে গোলাপগঞ্জের চরি অন্ততপুর গ্রামের যুবক ও তার স্ত্রী। গত ২ মার্চ সোমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন যুবরাজ ত্রিবেদী ও রাধা মন্ডল।
দুজনের বিবাহিত জীবনে নতুন পথ চলা শুরুর আগে ৪ তারিখ বুধবার ছিল বৌভাত সেই উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের হাতে একটি করে চারাগাছ তুলে দিয়ে আমন্ত্রিতদের স্বাগত জানানো হয়।
বৌভাতের জন্য তৈরি করা হয়েছিল পান্ডেল সেই পান্ডেলে বিভিন্ন জায়গায় লেখা হয়েছিল গাছ লাগানোর বার্তা। প্লাস্টিকের ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরার পাশাপাশি রক্তদান মানুষের জীবন দান সহ বিভিন্ন সামাজিক সচেতনতা মূলক বার্তা প্রচার করা হয়।
আরও পড়ুনঃ রাজ্যে জন্ম শাংসাপত্র পেতে দিতে হচ্ছে অভিভাবকের নাগরিকত্বের প্রমাণ
বিয়ের অনুষ্ঠানে সবুজায়নের এমন বার্তা দেখে প্রথমে অবাকই হয়েছিলেন অতিথিরা৷ তবে পরে সকলেই যুবরাজ ও রাধা এই উদ্যোগে খুশি।
যুবরাজ ত্রিবেদী বলেন, বৌভাতের অনুষ্ঠানে আমাদের পক্ষে তো আর প্রত্যেকের বাড়ি গিয়ে, তাঁদের হাতে গাছের চারা তুলে দিয়ে বৃক্ষ রোপণের বার্তা দেওয়া সম্ভব নয়৷
সেই কারণেই একসঙ্গে এক জায়গায় অনেক মানুষকে পাওয়া যাবে এছাড়াও যুবরাজ বলেন আমি ও আমার স্ত্রী দুজনেই বিয়ে উপলক্ষে বৌভাতের দিনে নিজের দেহদান করলাম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584