রাজ্যে জন্ম শাংসাপত্র পেতে দিতে হচ্ছে অভিভাবকের নাগরিকত্বের প্রমাণ

0
138

ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:

খোদ পশ্চিমবঙ্গেই জন্ম শংসাপত্রের আবেদনে চাওয়া হচ্ছে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ। ঘটনাস্থল কল্যাণী। কল্যাণী পুরসভায় জন্ম শংসাপত্র পাওয়ার যে আবেদন পত্র ছাপা হয়েছে তাতে পুত্র/কণ্যার নাম, জন্ম তারিখ, জন্মের স্থান, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, বর্তমান সহ জীবিত সন্তানের সংখ্যা, হাসপাতাল-নার্সিংহোম-নিজ বাড়িতে জন্মগ্রহণ করার প্রমাণপত্র চাওয়ার পরই নাগরিকত্বের প্রমাণ পত্রও চাওয়া হয়েছে।

আসাম নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা পেশ হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে হিড়িক পড়ে গেছে জন্ম শংসাপত্রের বিষয়ে । আতঙ্কে ভোটার কার্ড,  আধার কার্ড বা জন্ম শংসাপত্র সংশোধনের জন্য মানুষ ছোটাছুটি করছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে এনআরসি, এনপিআর নিয়ে বিরোধী অবস্থান নিয়েছেন এবং নাগরিকত্বের প্রমাণ দেখানোর প্রয়োজন নেই বলে বারবার সরব হয়েছেন সেখানে এ রাজ্যেরই এক পুরসভায় নাগরিকত্ব প্রমাণ চাওয়ায় বেঁধেছে তীব্র বিতর্ক।

এ নিয়ে সরব হয়েছেন মানবাধিকার কর্মীরাও। মানবাধিকার সংগঠন এপিডিআরের তরফে  রঞ্জিত সুর নিউজফ্রন্টকে জানিয়েছেন, ” জন্মের শংসাপত্রের সাথে নাগরিকত্বের কোন সম্পর্ক নেই। তৃণমূলের বিভিন্নস্তরে আরএসএস বিজেপির লোক ঢুকে আছে তারাই অতি উৎসাহে এটি করাচ্ছে।”

(ছবি সংগৃহীত)

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here