মাধ্যমিক পরীক্ষার্থী অভিভাবকদের মন জয়ে নতুন দাওয়াই কেষ্টর

0
2153

পিয়ালী দাস,বীরভূমঃ

new medicine madhyamik examinar's guardian
নিজস্ব চিত্র

পাচন হাতে বা উন্নয়নকে রাস্তায় নামিয়ে নয়,জলের বোতল হাতে চলবে এই দাওয়াই।তার জন্য তৈরি হয়েছে কমিটি,পঞ্চায়েত হোক বা পৌরসভা ব্লক অনুযায়ী তৈরি হয়েছে কমিটি।প্রত্যেক স্কুলের সামনে ৩০ থেকে ৪০ জন তৃণমূলের যুব কর্মীরা উপস্থিত থাকবেন জল বাতাসা ও বিভিন্ন খাবার নিয়ে।প্রয়োজন অনুযায়ী অভিভাবকদের বিতরণ করা হবে সেগুলি।স্কুল চত্বরে অভিভাবকদের থাকতে যেন কোন রকম অসুবিধা না হয় তাও দেখবে এই কমিটি।

প্রত্যেক সদস্যের গলায় থাকবে তৃণমূলের ব্যাচ,হাতে জলের বোতল ও খাবারের সামগ্রী।বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে অভিভাবকদের সাহায্য করবেন তারা।শুধু অভিভাবকরাই নয় কোনো পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার সময় যদি কোনো কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে হাসপাতাল বা ডাক্তারখানায় নিয়ে যাওয়ার দায়িত্ব এই কমিটিকে দিলেন অনুব্রত মণ্ডল।

আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা

পাশাপাশি ফের তুললেন পাচন প্রসঙ্গ। তিনি জানালেন ভোটের আগে অনুর্বর জমি দেখলেই বাচনের বাড়ি দিয়ে সেগুলিকে চাষ করা হবে উর্বর করে তোলা হবে। তাছাড়াও বেশ কিছু বুথের সামনে তৃণমূল কর্মীরা পাচন ও নাঙল হাতে দাঁড়িয়ে থাকবে ভোটের সময়।সাথে সাথে ব্লক সভাপতিদের ঢালাও প্রশংসা করলেন অনুব্রত মণ্ডল

প্রসঙ্গত লোকসভা ভোটের আগে সিউড়ি রবীন্দ্র সদনে ভোটের রণনীতি ও দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা সালের বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এখানে অনুব্রত মন্ডল ছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, কৃষিমন্ত্রী আশীষ ব্যানার্জি, মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান ও ব্লক সভাপতিরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here