ডট এর নতুন দাওয়াই

0
89

নাজমুল আলম,টেক ডেস্কঃ

new medicine of the dot
ছবি প্রতিবেদক নিজস্ব চিত্র

ডট DOT ( Department of Telecom ) -এর নতুন নির্দেশ আপনাকে স্বস্তি দিতে পারে।এতদিন কেও আপত্তিকর বা অশ্লিল মেসেজ পাঠালেও অপারেটর গুলি কোনও ব্যবস্থা নিত না প্রেরকের বিরুদ্ধে,কিন্তু ডটের নতুন নিয়ম অনুযায়ী অপরেটর গুলি তা নিতে বাধ্য।সূত্রানুযায়ী, কয়েকজন টিভি সাংবাদিক অভিযোগ করেন যে তাদের কাছে কয়েকটি অপরিচিত নম্বর থেকে ক্রমাগত আপত্তিকর,অশ্লীল মেসেজ আসতে থাকে।এই ঘটনাকে সামনে রেখে ডটের এই নতুন নির্দেশিকা।এক্ষেত্রে ডটের বক্তব্য নিগৃহীত গ্রাহকদের সাহায্যার্থে নিবেদিত (dedicated)। হেল্প লাইন চালু করতে হবে,আভিযোগ নিতে হবে ও দোষী ব্যক্তিদের উপরে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং আভিযোগ দায়ের হবার পরে কি ব্যবস্থা নেওয়া হল তা ১৫ দিনের মধ্যে জানাতেও হবে।

আরও পড়ুনঃ এবার থেকে হোয়াটসঅ্যাপেও লাগবে ফিঙ্গারপ্রিন্ট

new medicine of the dot
ছবি প্রতিবেদক নিজস্ব চিত্র

ডটের বয়ান You are hereby directed to take immediate action against the customers/subscribers of your network for sending messages as it is also a violation of customer declaration in customer application form. এই বয়ান দেখে বোঝা যাচ্ছে এ ব্যাপারে স্পষ্ট বক্তব্য ডট এর,তবে এটা কতদিনে কার্যকরী হয় এখন সেটাই দেখার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here