উত্তরবঙ্গের নতুন স্পোর্টস কমিটিতে অসীম ঘোষ

0
81

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ রাজ্য ক্রীড়া দপ্তরের উদ্যোগে উত্তরবঙ্গের নতুন স্পোর্টস কমিটিতে স্থান পেলেন  কালিয়াগঞ্জের তৃণমূল নেতা। রাজ্য সরকারের ক্রীড়া দপ্তর নর্থ বেঙ্গল বোর্ড ফর ডেভলপমেন্ট অফ স্পোর্টস এ্যান্ড গেমসের নুতন কমিটিতে স্থান পেলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সম্পাদক অসীম ঘোষ।কমিটির চেয়ারম্যান ভাইচুং ভূটিয়াকে সরিয়ে দিয়ে তার স্থানে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হল বিশিষ্ট ফুটবলার শ্যাম থাপাকে ।মোট ২২জনের কমিটিতে ময়নাগুড়ির বিশিষ্ট ক্রীড়াবিদ জোৎস্না রায় প্রধান ছাড়াও

তৃণমুল নেতা অসীম ঘোষ

রয়েছেন শিলিগুড়ি পৌর সভার তৃণমূল কাউন্সিলর নান্টু পাল, দক্ষিণ দিনাজপুর জেলার চিরঞ্জীব মিত্র। উত্তরবঙ্গের সর্বত্র খেলাধুলার ব্যাপারে এই নুতন কমিটি নতুনত্ব আনতে চলেছে বলে টেলিফোনে অসীম ঘোষ জানান। এছাড়াও রাজ্য ক্রীড়া দপ্তর তাঁকে এই কমিটির সদস্য করার জন্য ধন্যবাদ জানান রাজ্যের ক্রীড়া দপ্তরকে।অসীম বাবু বলেন তাকে যখন যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব পালনে আন্তরিকতার সাথে কাজ করে যাবেন ।উত্তরবঙ্গে রাজ্য সরকারের ক্রীড়া দপ্তর কর্তৃক স্পোর্টস কমিটিতে উত্তর দিনাজপুর জেলার একমাত্র সদস্য হিসেবে অসীম ঘোষ স্থান পাওয়ায় জেলার ক্রীড়া প্রেমী মানুষেরা অসীম ঘোষকে অভিনন্দন জানিয়েছেন বলে জানা যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here