মালদহ টাউন রেলস্টেশনের নব রূপায়ন

0
167

নিজস্ব সংবাদদাতা,মালদহঃরেল স্টেশনের সৌন্দার্যায়ন ও যাত্রীদের সুবিধার্থে মালদা টাউন স্টেশনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রেল কতৃপক্ষ। মালদা টাউন স্টেশনের এক ও চার পাঁচ নম্বর প্ল্যাটফর্মে বসানো হচ্ছে এসকেলেটর( চলমান সিঁড়ি )।রেলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলাবাসী থেকে রেলযাত্রীরা। পূর্ব রেলের মালদা ডিভিশনের ম্যানেজার তনু চন্দ্রা জানান, মালদা স্টেশনের সৌন্দর্যায়ন ও তার পরিকাঠামোর সংস্কারের জন্য বেশ কিছুদিন ধরেই কাজ চালাচ্ছে পূর্ব রেলের মালদা ডিভিশন।শুধু মালদা টাউন স্টেশন নয়, এই ডিভিশনের অন্তর্গত ভাগলপুর স্টেশনেও একই কাজ চলছে।

নিজস্ব চিত্র

রেল সুত্রে জানা গিয়েছে, এই কাজের জন্য ২০১৬ সালের শেষদিকে মালদা ডিভিশনের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করে রেল বোর্ড। সেই টাকায় মালদা ও ভাগলপুর স্টেশনে দুটি করে এসকেলেটর বসানোর কাজ শুরু হয়েছে। কাজ এখন প্রায় শেষের দিকে। মালদা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে সিভিল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ শেষ। ৪-৫ নম্বর প্ল্যাটফর্মে সেই কাজ শেষ হতে প্রায় দুই মাস সময় লাগবে। একইসঙ্গে ভাগলপুর স্টেশনেও ২টি এসকেলেটর বসানোর কাজ চলছে। সেই কাজ শেষ হতেও মাস দুয়েক লাগবে। তারপর সমস্ত এসকেলেটারগুলিকে পরীক্ষামূলকভাবে চালানো হবে।

নিজস্ব চিত্র

মাস তিনেকের মধ্যেই দুই স্টেশনে এসকেলেটর চালু হয়ে যাবে। এই এসকেলেটার গুলি চালু হলে খুবই উপকৃত হবেন রেলের প্রাপ্ত বয়স্ক ও অসুস্থ যাত্রীরা। তবে রেল সুত্রে জানা গিয়েছে, আগামীতে মালদা স্টেশনের ২-৩ নম্বর প্ল্যাটফর্মেও এসকেলেটর বসানো হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here