নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
আনলকের পর প্রেক্ষাগৃহ খোলার অনুমতি মিললে একের পর এক ছবি মুক্তির খবর উঠে আসছে শিরোনামে। সেগুলির মধ্যেই একটি রোহন সেন পরিচালিত বাংলা ছবি ‘এভাবেই গল্প হোক’।
ছবির ভিতরে রয়েছে ছবি বানানোরই গল্প। অভিজিৎ মুখার্জি নামের এক পরিচালকের পর পর তিনটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর সে ভাবে সাহিত্যধর্মী ছবি বানাবে।
সিদ্ধার্থ ব্যানার্জি লিখিত ‘একটি অসমাপ্ত গল্প’-এই নামের গল্প সম্বল করে পরিচালক ছবি বানাতে চায়। কথা এগোয় প্রযোজনা সংস্থার এক্সিকিউটিভ প্রোডিউসারের সঙ্গেও। এরপর সেই ছবি কি তৈরি হয় আদৌ? নাকি ঘটবে অন্যকিছু।
গল্পটি কি কারো আত্মজীবনীনির্ভর? সব প্রশ্নের উত্তর মিলবে ১৫ অক্টোবর। সারা দেশ জুড়ে মুক্তি পাচ্ছে এই ছবি। লকডাউনের পর এটিই একমাত্র ছবি যা সারা দেশ জুড়ে মুক্তির পথে।
আরও পড়ুনঃ পুজোয় এবার ‘সোনালি ভোরের আগমনী’
‘কিছুক্ষণ এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে অমৃতা দে’র প্রযোজনায় এই ছবিতে অভিনয় করেছেন শান্তিলাল মুখার্জি, জয় সেনগুপ্ত, আনন্দ চৌধুরী, রূপাঞ্জনা মিত্র, শাশ্বতী গুহ ঠাকুরতা, বিবৃতি চ্যাটার্জি সহ আরও অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584