নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
‘ভালোবাসা’ পৃথিবীর সব সুন্দর শব্দগুলির মধ্যে অন্যতম। ভালোবাসার তাগিদে তোলপাড় হয় কত কবি হৃদয়। কারো জীবনে মনের মণিকোঠায় একবারও প্রেম উঁকি দেয়নি এমন মানুষ বিরল। আসলে প্রেম তো মুক্ত বিহঙ্গ। সে মানে না ধর্ম, মানে না বয়সের অতিবৈষম্য। ঠিক যেমন এক মধ্যবয়সি শহুরে ব্যক্তির জীবনে আসে প্রেম।
ঘটনাচক্রে সে প্রেমে পড়ে গ্রামের এক অল্পবয়সি মেয়ের। তারপর? সমাজের সব প্রতিকূলতা জয় করে এই দুই ভালোবাসার মানুষ কি পারবে নিজেদের আপন করে নিতে? নাকি হারিয়ে যাবে তাদের ভালোবাসা? জানতে হলে দেখতে হবে নবাগত পরিচালক প্রশান্ত সাহা’র পরিচালিত ভিন্ন স্বাদের প্রেমের ছবি ‘সোনাবন্ধু’।
‘মা প্রোডাকশন হাউস’ প্রযোজিত এই ছবির পরতে পরতে রয়েছে চমক। চিরাচরিত প্রেমের গল্পের মোড়কে নয় বরং সমাজের বুকে কম দেখা বাস্তবের গল্প। বলা ভালো, জীবনের গল্প বলবে পরিচালকের আসন্ন ছবি। শুধু পরিচালকের আসনে নয়, প্রশান্ত সাহা অভিনয় করেছেন এই ছবিতে।
আরও পড়ুনঃ হিং দিয়ে কী রাঁধবে মানালি-অপরাজিতা?
তিনি ছাড়াও রয়েছেন নবাগতা মনীষা মৃধা। একইসঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন মৃণাল মুখার্জি, রমেন রায় চৌধুরী, সঙ্ঘমিত্রা ব্যানার্জি, প্রদীপ ভট্টাচার্য, দেবাশিস গাঙ্গুলি, কল্লোল রায়, অমৃতেন্দু কর প্রমুখ। ছবিতে রয়েছে চারটি গান। যেখানে দুটি গানে কণ্ঠ দিয়েছেন অভিষেক এবং দীপ। একইসঙ্গে ছবিতে রয়েছে একটি আইটেম সং এবং ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন লয়-দীপ জুটি।
আরও পড়ুনঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় নির্মিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘ঝড় থেমে যাবে একদিন’
এই ছবির চরিত্রাভিনেতাদের তালিকা থেকে দুজনকে হারিয়েছে ইন্ডাস্ট্রি। একজন মৃণাল মুখার্জি, অন্যজন রমেন রায়চৌধুরী। সুতরাং শুটিং বেশ অনেকদিন আগেই হয়েছে তা বলা বাহুল্য।
প্রসঙ্গত, আজকাল বাংলা ছবিতে পাল্লা দিয়ে বাড়ছে বিদেশি লোকেশনের ঝলক, ছবির গল্প হোক কিংবা নায়ক নায়িকার রোম্যান্স- বিদেশি পটভূমি যেন টলিউডের ক্রেশ। কিন্তু এক্ষেত্রে নবাগত পরিচালক প্রশান্ত সাহা নিয়েছেন চ্যালেঞ্জ।
এ গল্পের বাস্তবাতাকে তুলে ধরতে ২০ দিনব্যাপী শুটিং হয়েছে কলকাতার পাশাপাশি শহরতলির বিভিন্ন স্থান যেমন সুন্দরবন, চুঁচুড়া ও ব্যান্ডেলের বিভিন্ন এলাকায়। ওড়িশার গোপালপুরে সমুদ্র সৈকত এবং দারিংবাড়ির পাহাড়ি এলাকায় হয়েছে ছবির গানের শুটিং। একইসঙ্গে মুর্শিদাবাদের জমিদার বাড়িতে শুট হয়েছে আইটেম সং-এর।
ছবির কাহিনি লিখেছেন পরিচালক প্রশান্ত সাহা স্বয়ং। সহকারী পরিচালনায় অর্জুন ও শুভঙ্কর। ছবির চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন শুভঙ্কর দে। এ ছাড়া সহকারী চিত্ৰগ্রহণে অর্জুন চক্রবর্তী। ছবির প্রযোজনায় প্রশান্ত সাহা একইসঙ্গে সহকারী প্রযোজনায় সুজয় মৃধা ও ইন্দ্রনীল পোড়িয়াল। একদিকে দারিদ্রতা অন্যদিকে ভালোবাসা কী ভাবে এক সূত্রে গাঁথা হয়েছে তা দেখতে আপাতত একটু অপেক্ষা করতে হবে সিনেমাপ্রেমীদের। খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এক অন্য প্রেমের গল্প ‘সোনাবন্ধু’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584