নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে এই নতুন জুটির নাম। গৌরব চক্রবর্তী এবং নুসরত জাহান জুটি বাঁধছেন সায়ন্তন ঘোষালের আগামী ছবি ‘স্বস্তিক সঙ্কেত’-এ। দেবারতি মুখার্জির উপন্যাস ‘নরক সংকেত’ অবলম্বনে এই ছবি।

কাহিনির পুনর্নির্মাণ, সংলাপ ও চিত্রনাট্যের দিক সামলাচ্ছেন সৌগত বসু। অন্যান্য চরিত্রে রয়েছেন রুদ্রনীল ঘোষ, শাশ্বত চট্টোপাধ্যায়।

ছবির দুই মুখ্য চরিত্র রুদ্রাণী ও প্রিয়ম। এদের ভূমিকাতেই নুসরত এবং গৌরব। চুক্তিতে স্বাক্ষর না হলেও তাঁরাই থাকছেন সূত্রের খবর অনুযায়ী।

আরও পড়ুনঃ টেলিভিশনে ছোটদের জন্য ‘হলিউড ব্লকবাস্টার’
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে আজকের সময়কে মিলিয়ে এই ছবি। নেতাজির ভূমিকায় দেখা যাবে শাশ্বতকে। চ্যাটার্জি নামে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রুদ্রনীল। এস কে মুভিজের প্রযোজনায় এই ছবি আকার নেবে থ্রিলারের।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584