‘বিশ্ব সঙ্গীত দিবস’-এ আশা অডিওর অভিনব নিবেদন ‘সেই বছরের সেরা গান’

0
185

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

আজ ২১ জুন। ‘বিশ্ব যোগা দিবস’-এর পাশাপাশি ‘বিশ্ব সঙ্গীত দিবস’ আজ। ফরাসী ভাষায় এই দিনটিকে বলা হয় ‘ফেট ডে লা মিউজিক’। বহু বছর ধরেই এই বিশেষ দিনটিতে জাঁকজমকের সঙ্গে সঙ্গীত উৎসবের আয়োজন করছে ফ্রান্স। ১৯৮২ সালে যা ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’-তে রূপ নেয়। ‘গান হতে হবে মুক্ত এবং সংশয়হীন’- এই স্লোগান সামনে রেখেই বিশ্বের ১১০টি দেশ যোগ দেয় এই আন্দোলনে।

apeksha lahiri | newsfront.co
অপেক্ষা লাহিড়ী। ছবি: ফেসবুক

দিকে দিকে এই বিশেষ দিনে সঙ্গীতের আসর বসে। কিন্তু দু’বছর ধরে সেই আয়োজনে দাড়ি পড়েছে। করোনা আবহে জমায়েত এড়িয়ে চলছে সচেতন শিল্পমনস্ক নাগরিক। গত বছর ভার্চুয়াল পথে দিনটিকে পালন করতে দেখা গেছে অনেককে। এই দিনে বিভিন্ন অডিও কোম্পানি থেকে আসে গানের অ্যালবাম। কিংবা এই সময়ে দাঁড়িয়ে যাকে আমরা বলি, ‘মিউজিক ভিডিও’।

asha audio | newsfront.co
ছবি সৌজন্যেঃ ফেসবুক

এবার সেই উদ্যোগেও ইতি চিহ্ন পড়েছে। তবে, এক অভিনব উদ্যোগ নিয়ে হাজির হয়েছে ‘আশা অডিও’ কোম্পানি। ১৯৯৫ থেকে ২০২০ অবধি যে যে গান তাদের তরফে এসেছে সেগুলি নিয়ে তৈরি হয়েছে ‘সেই বছরের সেরা গান’। গানগুলি হাজির আশা অডিও কোম্পানির ইউটিউব প্ল্যাটফর্মে।

আরও পড়ুনঃ “যোগা করা মানে শুধুই রোগা হওয়ার প্রক্রিয়া নয়”- বিশ্ব যোগা দিবসে বললেন শ্রীলেখা মিত্র

এই ব্যাপারে ‘আশা অডিও’ কোম্পানির তরফে অপেক্ষা লাহিড়ী জানান- “আমরা প্রতিবারই এই বিশেষ দিনে সকলের জন্য নতুন গান নিয়ে আসার চেষ্টা করি। কিন্তু এই পরিস্থিতিতে আমরা একটা অন্য উদ্যোগ নিয়েছি। ১৯৯৫ সাল থেকে ২০২০ অবধি যেসব গান আশা অডিওর তরফে এসেছে তার মধ্যে যেগুলো আজও মানুষ মনে রেখেছে সেগুলি নিয়ে ‘সেই বছরের সেরা গান’ নামের একটি গানের অ্যালবাম নিয়ে এসেছি ডিজিটালে। অর্থাৎ রয়েছে ১৯৯৫-তে যে গানটি শ্রোতার মনে বেশি দাগ কেটেছে সেই গান। এ ভাবে ১৯৯৫ থেকে ২০২০ অবধি সর্বাধিক সমাদৃত একটি করে গান। দুটি ভাগে এসেছে এই অ্যালবাম।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here