আগমনী গানে ইন্দ্রানী সেন, ক্যানভাসে বার্তা তরুণীর

0
306

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের তরফে মহালয়ার সকালে হাজির হবে, একটি আগমনী গানের ভিডিও। গানটি গেয়েছেন প্রথিতযশা সঙ্গীতশিল্পী ডঃ ইন্দ্রানী সেন। অন্যদিকে এই পুরো ভিডিওটির মধ্যে একটি সুন্দর পেইন্টিং-এর ক্যানভাস তৈরি করেছেন শারীরিকভাবে অক্ষম এক গুনী তরুণী, নাম প্রিয়া।

Indrani Sen | newsfront.co

অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ডিরেক্টর অরিজিৎ মুখোপাধ্যায় জানান, “এই মুহূর্তে আমরা সবাই একটি এমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে মানুষ ঘরে বন্দি হয়ে রয়েছি মহামারীর জন্য। অপরদিকে, পুলিশ, ডাক্তার, নার্স থেকে শুরু করে রাজ্যের সাফাই কর্মীরা নিজেদের প্রাণের কথা না ভেবে কাজ করে চলেছেন প্রতিনিয়ত।

Indrani Sen | newsfront.co

আমাদের উচিত তাদের ধন্যবাদজ্ঞাপন করা। মহালয়াতে তাই এই প্রচেষ্টার মাধ্যমে আমরা সেই সব মানুষকে ধন্যবাদ জানিয়েছি। অন্যান্য বছরের মতো এই বছরটি না হলেও, দুর্গাপূজার আগে মহালয়াতে যদি আগমনী গান না হয়, তাহলে অনেকেরই মন খারাপ হয়ে যায়।

আরও পড়ুনঃ শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানালেন রাজ-শুভশ্রী

Handicapped lady | newsfront.co

তাই অরিজিৎ অফিসিয়ালের এই প্রচেষ্টার মাধ্যমে, এই মুহূর্তে মানুষের মনকে পুজোর গন্ধে ভরিয়ে তুলতে আমরা এই ভিডিওটি আনতে চলেছি।আমরা মনে করি, দুর্গা মায়ের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে একদিন। আবারও আমাদের ভারত তথা কলকাতার বুকে মানুষ চিন্তা মুক্ত হয়ে বিচরণ করতে পারবে।”

আরও পড়ুনঃ শ্রীময়ীর ভাবনায় আড়ম্বরহীন দুর্গাসাজে সায়ন্তনী

মিউজিক ভিডিওটি দেখা যাবে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, ১৭ই সেপ্টেম্বর, সকাল ৯ টায়।
ভিডিওটির কনসেপ্ট তন্ময় দে’র। আরেকদিকে স্ক্রিন প্লে করেছেন মৌসুমী মুখার্জি, প্রোমোশন ও এডিটিং-এ অনিকেত রায়চৌধুরী এবং পরিচালনায় অরিজিৎ মুখোপাধ্যায় ও প্রযোজনায় ‘অরিজিৎ অফিসিয়াল’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here