চেনা শহরের অচেনা হওয়ার গান ‘এ কোন শহর’

0
123

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

চেনা শহরের অচেনা হয়ে যাওয়ার কথা বললেন অভিনেতা-পরিচালক ঋষি মুখোপাধ্যায়৷ বাঁধলেন গান। গাইলেন অভিনেত্রী তথা সঙ্গীত শিল্পী তথা ঋষি ঘরণী স্বাগতা মুখার্জি।সঙ্গীতায়োজনে সৌম্য বসু। গানের কথা, সুর ঋষি মুখার্জির। পাশাপাশি ক্যামেরা ও সম্পাদনাতেও তিনিই। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে রয়েছে দারুণ ভিডিও।

swagata mukherjee | newsfront.co

কল্লোলিনী কলকাতার পথে পথে হয়েছে শুটিং৷ স্বাগতার সঙ্গে ভিডিওতে ধরা দিয়েছে তরুণ তুর্কি দল।প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি স্বাগতা মুখার্জি সুগায়িকাও বটে। এই খবরটা অনেকেরই অজানা। ঘটা করে জানানোর আগ্রহ, ইচ্ছা কোনওটাই প্রকাশ করেননি তিনি কখনও।

আরও পড়ুনঃ ইরোজ নাউ-প্ল্যাটফর্মে ‘বরফ’-এর জমজমাট ট্রেলার

গান তাঁর আবেগের জায়গা৷ প্রসঙ্গত, ‘দিওয়ানি’ অ্যালবামে ঋষি মুখার্জির লেখা ও সুরেও রয়েছে গান। সেখানে ৬ টি নতুন গান স্বাগতারই কণ্ঠে।’ভায়োলিন ব্রাদার্স’-এর সঙ্গে ‘বাঞ্জারা’ নামেরও একটি অ্যালবামে গান গেয়েছেন তিনি। ‘বাঞ্জারা’ এবং ‘দিওয়ানি’ দুটি অ্যালবামই এসেছে আশা অডিও থেকে। পাশাপাশি কয়েকটি বাংলা সিরিয়াল এবং ছবিতেও গান গেয়েছেন স্বাগতা মুখার্জি।

‘আজব প্রেম এবং’ ছবিতে ‘মহব্বতের মন পেয়ালায়’ শীর্ষক একটি আইটেম গানও গেয়েছেন তিনি। এবার এই সময়ে দাঁড়িয়ে যে কথাগুলি শহরবাসীকে জানানো বা বলা দরকার তা-ই তিনি জানালেন স্বামী ঋষির কথায় ও সুরে।সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা ও শোনা যাচ্ছে ‘এ কোন শহর’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here