নজরুলের গানে ইমন দলের বর্ষবরণ

0
184

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

এই পয়লা বৈশাখে ইমন দলের নতুন প্রয়াস নজরুল গীতি ‘সৃজন ছন্দে আনন্দে নাচো হে নটরাজ’। গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। সঙ্গীতায়োজনে নীলাঞ্জন ঘোষ। মিউজিক ভিডিও পরিচালনায় দেবর্ষি সরকার। কোরিওগ্রাফিতে নিলয় সেনগুপ্ত। ‘ইমন চক্রবর্তী প্রোডাকশন’-এর ফেসবুক পেজ-এ এই পয়লা বৈশাখের নিবেদনটির কথা সামনে আনেন ইমন স্বয়ং৷

iman chaktaborty | newsfront.co

‘ইমন চক্রবর্তী প্রোডাকশন’ নতুনদের জন্য ভাবে৷ বহু নতুন শিল্পীকে প্রতিভা প্রকাশের প্ল্যাটফর্ম দিয়েছে এই সংস্থা। অনেক প্রতিভাবান সুযোগের অভাবে হারিয়ে ফেলে নিজেদের গুন। এদের হারিয়ে যেতে দেওয়া যায় না— এই ভাবনা থেকেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ইমন গড়ে তোলেন ‘ইমন চক্রবর্তী প্রোডাকশন’।

singer imon | newsfront.co
ইমনের বসন্ত উৎসব

বছরের প্রায় প্রত্যেকটি বিশেষ দিনেই নতুন নতুন গান ভিডিও সহ নিয়ে আসে ইমন ও তাঁর দল। চলতি বছর সরস্বতী পুজোতেও এসেছে নৈঋতা করণের কণ্ঠে ‘মধুর ধ্বনি বাজে’।

আরও পড়ুনঃ স্বনামধন্যদের সম্মানিত করবে ‘গর্বের বাঙালি ২০২১’

প্রতি বছরের ন্যায় এ বছরও বসন্ত উৎসবে মানুষের মনে তুফান তোলে ইমন ও তাঁর বাহিনী।আগামীতে আরও ভাল নতুন কিছু নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে ইমন ও তাঁর বাহিনীর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here