মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
করোনা আবহে খানিকটা অনাড়ম্বরেই সম্পন্ন হল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পাড়ার পুজো প্যাণ্ডেলে প্রবেশের ক্ষেত্রেও মাস্ক পরা আর হাত স্যানিটাইজ করা ছিল আবশ্যিকের তালিকায়। অন্যান্য পুজো প্যাণ্ডেলে প্রবেশ ছিল নিষিদ্ধ। আর তাই নিউ নর্মাল পর্বে পুজো ঠিক কেমন হতে পারে তারই একটুকরো আভাস পাওয়া যায় ‘স্টুডিও অরা’ প্রোডাকশনের প্রথম মিউজিক ভিডিও ‘অন্যরকম পুজো’তে। সমস্ত নিয়মবিধি মেনে এবার পুজো বাড়ির লোকেদের সঙ্গে কাটানোর বার্তা নিয়ে পুজোর মাঝেই হাজির হয়েছিল এই ভিডিওটি।
ভিডিওতে অভিনয় করেছেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেন ও অভিনেত্রী ঐশ্বর্য সেন। তাঁদেরও এটি প্রথম মিউজিক ভিডিও। ভিডিওতে গান গেয়েছেন সৌম্যদীপ চক্রবর্তী। গানের কথা এবং সুরও সৌম্যদীপের।
মিউজিক ভিডিওটি দ্বৈতভাবে পরিচালনা করেছেন মানস ভট্টাচার্য ও দ্বৈপায়ন পাল। ভিডিওটির গল্প ভেবেছেন রেহান চক্রবর্তী।
আরও পড়ুনঃ ‘ফেমিনা মিস ইন্ডিয়া ২০২০’র ভার্চুয়াল আয়োজন
সুদূর বিদেশ থেকে সাতবছর পর মা-বাবার সঙ্গে কলকাতার বিখ্যাত বনেদি বাড়ির পুজো দেখতে আসে বনি। অর্জুন বাড়ির ছোট ছেলে,বনিকে দেখেই ভালোবেসে ফেলে সে, এরপরেই দুষ্টুমিষ্টি খুনসুটির গল্প চলতে থাকে ষষ্ঠী থেকে দশমী। অর্জুন নিজেকে উজাড় করে সব বলতে চায়, কিন্তু কোনওভবেই তাঁর মনের কথাটা বনিকে বলে উঠতে পারে না। দশমীর পর বনি বাড়ি ফিরে যায়। কিন্তু তার আগে অর্জুন কি পারবে বনিকে তাঁর মনের কথা বলতে? ইতিমধ্যে যারা ভিডিওটি দেখেছেন উত্তরটা তাঁদের জানা। কিন্তু যাঁরা এখনও ভিডিওটি দেখেননি তাঁদের এই উত্তরটা জানতে হলে চটপট দেখে নিতে হবে ‘অন্যরকম পুজো’। অল্প দিনের মধ্যেই ইউটিউব চ্যানেলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই ভিডিওটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584