বর্ধমানে পুরোনো ওভারব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের

0
32

সুদীপ পাল, বর্ধমানঃ

বর্ধমান স্টেশন সংলগ্ন পুরোনো ওভারব্রিজ বিপদজনক ঘোষণা হয়ে গেছে। ভারী যান চলাচল বন্ধ করা হয়েছে। তার বদলে পাশের নতুন ঝুলন্ত রেল ওভারব্রিজ চালু হয়েছে। পুরোনো ওভারব্রিজটিকে ভেঙে ফেলা হবে এমন সিদ্ধান্ত নিয়েছে রেল। বর্তমানে নতুন ওভারব্রিজে সাইকেল ও পথচারীদের যাতায়াতের ব্যবস্থা না থাকায় পুরোনো রেলসেতু দিয়েই পথচারী ও সাইকেল-আরোহীরা নিয়মিত চলাচল করেন। পুরোনো রেল সেতুটি ভেঙে ফেললে শহরবাসী সমস্যায় পড়তে পারে রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে সেই কথা জানাল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন।

new overbridge at Barddhaman Station
নিজস্ব চিত্র

পুরোনো ওভারব্রিজ ভাঙলে নতুন একটি ফুটওভার ব্রিজের দাবি করা হয়েছে। রেল তা বিবেচনা করে তাদের মতামত পরে জানাবে বলে জানা যাচ্ছে। রেলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ইঞ্জিনিয়ার বিকাশ কুমার বলেন, পুরনো রেল সেতু ভাঙা হবে সেই বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দেরি হবে বলে জানা যাচ্ছে।
বৈঠকে নতুন রেল সেতুর নিচের অংশে ফাঁকা জায়গা নিয়ে আলোচনা হয়। ফাঁকা জায়গায় সাইকেল, মোটর বাইক স্ট্যান্ড করার প্রকল্প রয়েছে জেলা প্রশাসনের। সেকথাও বৈঠকে জানানো হয়।
এদিকে পূর্ব বর্ধমান-বীরভূমের সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা জাতীয় সড়কে কুনুর নদীর ওপর সেতু বিপদজনক হয়ে গেছে। ছাব্বিশ দিন ধরে এই সংস্কারের কাজ হবে, সেই জন্য সেতু বন্ধ থাকবে। জেলাশাসক বিজয় ভারতী জানান, আগামী ৫ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এই সেতু সংস্কার করা হবে। সেতুর এক্সপানশন জয়েন্ট বদল করতে হবে। যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষের হয়রানি জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here