শ্যামল রায়,বর্ধমানঃ
বর্ধমান জেলার বর্ধমান শহরে রাজবাড়ী নিয়ে হেরিটেজ হোটেল তৈরীর কথা ভাবছে প্রশাসনের তরফ থেকে।এছাড়াও জেলায় পর্যটন বাস চালুর চিন্তা রয়েছে প্রশাসনে এমনটাই জানা গিয়েছে।আরো জানা গিয়েছে যে পূর্ব বর্ধমান জেলায় বহু স্মারক সৌধ রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হতে বসেছে।
কালনা কাটোয়ায় বহু মন্দির অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে।কালনায় বর্ধমান রাজবাড়ীর একটা অংশও কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
মঙ্গলকোট ব্লক এর হোসেন শাহের মসজিদ সংস্কার করতে গিয়ে কার্যত ধ্বংস করা হয়েছে এর বৈশিষ্ট্যকে অভিযোগ এলাকাবাসীর।
তাই এই সমস্ত স্মারক সৌধ রক্ষণাবেক্ষণ করার পাশাপাশি সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেছে জেলা পর্যটন উন্নয়ন কমিটি।কয়েকদিন আগে এই নিয়ে জেলা ট্যুরিজম ডেভলপমেন্ট কমিটির একটি বৈঠক হয়ে গিয়েছে সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকরা।
আরও পড়ুনঃ হেরিটেজের তালিকাভুক্ত নবদ্বীপ ও মায়াপুরের মঠ মন্দির
আউসগ্রাম থেকে খণ্ডঘোষ প্রভৃতি এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু ঐতিহাসিক নিদর্শন এবং সৌধ।বর্ধমান জেলার অতিরিক্ত জেলা শাসক বলেছেন যে, “আমরাও চাইছি পূর্ব বর্ধমান জেলার ইতিহাসকে বাঁচিয়ে রাখতে।
হেরিটেজ হোটেল করার বিষয়ে জেলার বহু পুরনো আমলের বাড়ি রয়েছে।
ব্রিটিশ শাসনের স্মৃতি রয়েছে।সেগুলো নিয়ে নতুন করে আমাদের ভাবনা চিন্তা শুরু হয়েছে।কালনা কাটোয়া মহকুমার মন্দির মসজিদ ছাড়া অন্য কোন কিছু রয়েছে কিনা সে বিষয়টিও আমরা খোঁজ নিয়ে দেখছি।
এছাড়াও বটুকেশ্বর দত্তর স্মৃতি বাঁচিয়ে রাখতে সেখানে আরও অনেক কাজ করা হবে এছাড়াও জেলাতে একটি পর্যটন বাঁধ চালু করা যায় কিনা সে বিষয়ে চিন্তা ভাবনা শুরু ইতিমধ্যেই হয়ে গিয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584