নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
করোনা আবহে যখন মঞ্চে সংস্কৃতি চর্চাই প্রশ্নের মুখে, তখন সোশ্যাল মিডিয়ার হাত ধরে বিকল্প উপায়ে এগিয়ে চলছে সংস্কৃতি চর্চা।
রবিবার মেদিনীপুর বাচিক শিল্পী সংসদের পক্ষ থেকে মেদিনীপুর শহরের ষোলোজন আবৃত্তিশিল্পীর দ্বারা কবি ও আবৃত্তিকার শুভদীপ বসুর লেখা ‘ভয়কে হারিয়ে’ কবিতাটির সমবেত আবৃত্তি প্রকাশ হল ফেসবুকের পাতায়।
আরও পড়ুনঃ ও হরি!
এতে যেমন শহরের বর্ষীয়ান শিল্পী-দম্পতি অমিয় পাল ও মালবিকা পাল কন্ঠ দিয়েছেন, তেমনই কন্ঠ দিয়েছেন মোম চক্রবর্তী, পাঞ্চালী চক্রবর্তী, রত্না দে, সুদীপ্তা মিশ্র, কুমারেশ দে, আগমনী কর মিশ্র, ইন্দ্রাণী দাশগুপ্ত, নরোত্তম দে, তন্দ্রিমা ঘোষ, কৌস্তুভ বন্দ্যোপাধ্যায়, শুক্লা মুখার্জী, শাশ্বতী রায় চৌধুরী, সুজাতা চক্রবর্তী প্রমুখ।
আবৃত্তি করেন স্বয়ং শুভদীপ বসুও। বর্তমান দু:সময়ে এই নিবেদন সকলের মনে আশার আলো সঞ্চারণ করবে বলে অভিমত ব্যক্ত করেছেন মেদিনীপুর বাচিক শিল্পী সংসদের অন্যতম আহ্বায়ক কৌস্তুভ বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এই কাজে বাচিক শিল্পী সংসদকে কারিগরি সহায়তা দিয়েছে ‘স্টুডিও কোলাজ’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584