নতুন মহকুমা পাচ্ছে মুর্শিদাবাদ জেলা

0
1538

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

police officer | newsfront.co
অনুষ্ঠানের সূচনা। নিজস্ব চিত্র

নতুন মহকুমা পাচ্ছে ভরতপুর ও সালার ব্লকের বাসিন্দারা। কান্দি মহকুমার অন্তর্গত এতদিন ছিল মোট চারটি থানা যথা, খড়গ্ৰাম, বড়ঞা , ভরতপুর ও কান্দি। তবে এবার এই মহকুমার তালিকা থেকে বাদ পড়লো সালার ও ভরতপুর। শুক্রবার সন্ধ্যায় ভরতপুরের জজান গ্ৰামের নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধনে এসে সংবাদমাধ্যমের সামনে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার বলেন, ভরতপুর ও সালার এবার থেকে কান্দি মহকুমার তালিকায় থাকছে না।

police | newsfront.co
কে শবরী রাজকুমার, জেলা পুলিশ সুপার। নিজস্ব চিত্র
public | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ১ ফেব্রুয়ারি ফের চালু হচ্ছে কলকাতা-শিলং উড়ান

সালার ও ভরতপুর এই দুটি ব্লকের জন্য সূচনা করা হচ্ছে নতুন মহকুমা। এবার থেকে ভরতপুর মহকুমা পাচ্ছে মুর্শিদাবাদ জেলা। দুর্ঘটনা এড়াতে এদিনের এই অনুষ্ঠানে ৪০টি সিসিটিভি, ২৫টি স্ট্রিট লাইটের উদ্বোধন করেন পুলিশ সুপার। পাশাপাশি, কম্বল বিতরণও করা হয় এদিনের অনুষ্ঠান থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here