নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
নতুন পুলিশ সুপার পদে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করলেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ। সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ এম এম হাসান (হেড কোয়ার্টার ) ।
পূর্ব মেদিনীপুরের তমলুকে পুলিশ সুপারের অফিসে জেলার সমস্ত সাংবাদিকদের সাথে সাক্ষাত করেন তিনি, পাশাপাশি তিনি বলেন, রাজ্যের সমস্ত জেলার মধ্যে আইনের নজর পূর্ব মেদিনীপুরেই।
সেকারণে ইতিমধ্যেই জেলার সমস্ত থানার অন্তর্গত গণ্ডগোলের এলাকায় নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তারজন্য পুলিশের রুটমার্চ শুরু হয়েছে, এবং কড়াকড়ি ভাবে দুষ্কৃতীদের গ্রেফতারও শুরু হয়েছে।
আরও পড়ুনঃ পর্যটন শিল্পের উন্নতির জন্য বিজেপি নেতাদের ধন্যবাদ জানালেন নুসরাত
স্বয়ং এস পি নিজে উপস্থিত থেকে স্পর্শকাতর এলাকাগুলিতে সশস্ত্র বাহিনী দিয়ে রুটমার্চ করছেন। ময়না, ভগবানপুর, ভূপতীনগর, খেজুরি, কাঁথি সহ বিভিন্ন এলাকায় তিনি পরিদর্শন শুরু করেছেন।
আরও পড়ুনঃ তৃণমূলের আমলে সব থেকে বেশী বঞ্চিত হয়েছেন আদিবাসীরা! কোচবিহারে ক্ষোভ প্রকাশ খগেনের
২১ শে’র নির্বাচনের আগে নতুন করে যাতে কোনো ঘটনা না ঘটে সেদিকে নজর রেখে কড়া ভাবে পদক্ষেপ নিচ্ছেন পূর্ব মেদিনীপুরের নব নিযুক্ত পুলিশ সুপার প্রবীণ প্রকাশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584