খাদ্য দিবসের আগেই নতুন অঙ্গীকার বর্ধমান জেলা প্রশাসনের

0
64

সুদীপ পাল, বর্ধমানঃ-

কয়েকদিন পরেই অর্থাৎ  আগামী ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। এই বিশ্ব খাদ্য দিবস থেকে ৭৫ জন অপুষ্ট শিশু ও তাদের মায়েদের প্রত্যেককে প্রতিমাসে চাল, মুসুর ডাল, আটা, ছোলা দেওয়া হবে। এই কর্মসূচি নিয়েছে পূর্ব বর্ধমান প্রশাসন। শুধু তাই নয় রাস্তায় ভিক্ষাকারী ৫০ জনকে ফুড কিট দেওয়া হবে। 

সেই কর্মসূচির অংশ হিসেবে আজই জেলার সেরা কৃষক, সেরা সমবায় প্রভৃতিকে পুরস্কার প্রদান করেন জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহ-সভাধিপতি দেবু টুডু প্রমুখ। ১৯৪৫ সনের ১৬ অক্টোবর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও  (ফুড  অ্যান্ড  এগ্রিকালচার  অরগানাইজেশন) প্রতিষ্ঠিত হয়। বিশ্বের মানুষের প্রয়োজনীয় খাদ্যের জোগান, দারিদ্র ও পুষ্টিহীনতা দূর করে ক্ষুধামুক্ত পৃথিবী গড়ার অঙ্গীকার নিয়ে তারা  তাদের কার্যক্রম শুরু করে। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের এই কাজকে স্বাগত জানাচ্ছেন সাধারণ মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here