শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা আবহের মধ্যেই ফের নিয়ম পালটাল মধ্যশিক্ষা পর্ষদ। নতুন নিয়মে বলা হয়েছে, ১৩ বছর পূর্ণ না হলে অর্থাৎ ২০০৭ সালের ৩১ অক্টোবরের পরে জন্ম হলে পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন ফর্ম পূর্ণ করতে পারবে না। এর ফলে বছর নষ্টের আশঙ্কা করছেন অনেক পরীক্ষার্থীই।
প্রসঙ্গত, সাধারণ ভাবে ১৫-১৬ বছর বয়স হলে তবেই মাধ্যমিক পরীক্ষা দেন ছাত্রছাত্রীরা। কিন্তু অনেক সময়ে কম বয়সে স্কুলে ভর্তি হওয়ায় অনেকেই ১৩-১৪ বছর বয়সেও মাধ্যমিক পরীক্ষা দেন।
আরও পড়ুনঃ শেষ মুহূর্তে দুর্গাপুজো নিয়ে সোমবার জরুরি বৈঠক মুখ্যসচিবের
বোর্ড পরীক্ষার কথা মাথায় রেখে দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য টেলিভিশনে বিষয় ভিত্তিক ক্লাসের আয়োজন করেছে রাজ্য সরকার। কিন্তু ক্লাসরুম শিক্ষার বিকল্প কখনই অনলাইন ক্লাস নয়। তার মধ্যেই এবার নতুন ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ।
আরও পড়ুনঃ মাস্ক ব্যবহারের নয়া পন্থা আবিষ্কার করে জাতীয় পুরস্কার পেলেন বাঙালি তরুণী
এদিকে ওই বয়সসীমার মধ্যে রয়েছে অসংখ্য পড়ুয়া। এমনও বেশ কয়েক জন আছে, যাদের ওই সময়ের দশ বারো দিন পরে ১৩ বছর বয়স পূর্ণ হবে। কিন্তু নতুন নিয়মে ১০-১২ দিন কম থাকায় তারা রেজিস্ট্রেশন ফর্ম পূর্ণ করতে পারবে না। তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা করছেন পর্ষদ আধিকারিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584