ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
দেশব্যাপী করোনা সংকটের মাঝে কোয়ারান্টাইনের নিয়ম ঠিকঠাক পালন করা হচ্ছে কিনা জানতে অভিনব পদ্ধতি গ্রহণ করল কর্ণাটক সরকার। হোম কোয়ারান্টাইনে থাকার সময় প্রত্যেক ঘন্টায় সেলফি তুলে ছবি পাঠাতে হবে অ্যাপের মাধ্যমে।
ভারতবর্ষে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে হোম কোয়ারেন্টাইনের নির্দেশ ঠিকঠাক না পালন করা। তাই এ বিষয়ে কড়া সিদ্ধান্ত নিল কর্ণাটক সরকার।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডঃ কে সুধাকার মন্তব্য করেন,’যারা হোম কোয়ারেন্টাইনে আছে তাদের একটি নির্দিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে ঘন্টায় ঘন্টায় সেলফি তুলে ছবি পাঠাতে হবে। যদি এ বিষয়ে গাফিলতি করা হয় তাহলে রাজ্য সরকারের বিশেষ দল পৌঁছে যাবে আইন অমান্য কারীর বাড়িতে। সেক্ষেত্রে আইন অমান্যকারী ব্যক্তিকে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হবে।”
উল্লেখ্য, এক্ষেত্রে শুধুমাত্র ঘুমোনোর সময় হিসেবে রাত্রি ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। সেলফি পাঠানোর জন্য গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে সেই নির্দিষ্ট অ্যাপ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584