নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
‘পবিত্র রিস্তা’র নতুন সিজন আসছে ওটিটি প্ল্যাটফর্মে। চুড়ান্ত হয়েছে চিত্রনাট্য। বলাবাহুল্য, হিন্দি টেলিভিশনের এক সময়কার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘পবিত্র রিস্তা’। এই ধারাবাহিক দেখতেন না এমন মানুষ খোঁজা কঠিন। মানব-অর্চনা মানবমন জয় করে নিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত এবং অঙ্কিতা লোখান্ডে জুটি।
কিন্তু কোথায় মানব? রয়েছেন কেবল অর্চনা। ধারাবাহিকের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসা হচ্ছে মানব-অর্চনা জুটিকে। জানা গিয়েছে রিবুট ভার্সনে সুশান্তের জায়গায় অভিনয় করবেন শাহির শেখ। গুঞ্জন চলছিল শাহির শেখকে নিয়ে। এবার সেই তথ্যেই সিলমোহর দিলেন কাস্টিং পরিচালক আদিত্যোয়া সুরানা।
বলতে দ্বিধা নেই, মানব চরিত্রে আজও দর্শকমনে সুশান্তের বসবাস। তার উপরে তাঁর এই হঠাত চলে যাওয়ার ক্ষত এখনও সারিয়ে উঠতে পারেনি তাঁর ভক্তকূল। এই প্রসঙ্গে আদিত্য সুরানা বলেন– “সত্যি কথা বলতে, এটি সবার জন্যই একটা চ্যালেঞ্জ। একা শুধু আমার নয়, যে সব অভিনেতাদের নেওয়া হয়েছে তাঁদের জন্যও। যদি এটা একটা নতুন শো হত, আমরা যা-ই করতাম কেউ তুলনা করতেন না। কিন্তু ইতিমধ্যে আমাদের সবার কাছে একটি মানদন্ড রয়েছে।”
আরও পড়ুনঃ শ্রীজাত পরিচালিত প্রথম ছবি ‘মানবজমিন’-এ অভিনয় করবেন সৃজিত মুখার্জি
প্রসঙ্গত, ২০০৯ থেকে ২০১৪ অবধি একটানা পাঁচ বছর জি টিভিতে সম্প্রচারিত হয় ‘পবিত্র রিস্তা’। জানা গিয়েছে, মানবের মায়ের চরিত্রে অভিনয় করা ঊষা নাদকর্নি থাকছেন একই ভূমিকায়। তবে, অন্যান্য অভিনেতা-অভিনেত্রীর পরিবর্তন দেখা যাবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ সম্পর্ক ভাঙছে ক্রুশল-অদ্রিজার! নেট দুনিয়ায় গুঞ্জন তুঙ্গে
আদিত্যোয়া সুরানার কথায়– “আমরা আগের শো-টিতে অঙ্কিতা লোখান্ড এবং উষা ম্যামকে দেখেছি এবং ভালোবেসেছি। বাকি যেসব নতুন অভিনেতারা এবার কাজ করবেন তাঁদের কাছে এটি একটি চ্যালেঞ্জ হতে চলেছে। বিশেষত মানবের জন্য, শাহির শেখের জন্য এটি সেই জায়গায় পৌঁছানো বড় চ্যালেঞ্জের বিষয়। একই ভাবে পরিচালকদের, আমার এবং অন্যান্য অভিনেতাদের কাছেও এটা একটা বড় চ্যালেঞ্জ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584