নবনীতা দত্তগুপ্ত, চলচ্চিত্রঃ
আড্ডা টাইমসে হাজির এক ‘অপরিচিত’। বিষয়টা খুলেই বলা যাক তা হলে। পরিচালক অরিন্দম ভট্টাচার্যের হাত ধরে আড্ডা টাইমসে এসেছে নতুন শর্ট ফিল্ম ‘অপরিচিতঃ দ্য আন নোন’ (The Unknown)।
এক মধ্যবিত্ত দম্পতির সাধারণ জীবনযাপন এই ছবির মূল রসদ। রসায়ণ বললেও ভুল বলা হয় না। একইরকম ছন্দে গতানুগতিক ধারায় বয়ে চলে দিবাকর এবং অনসূয়ার জীবন।
হঠাতই সত্যপ্রকাশ নামে এক অপরিচিত ব্যক্তির আগমন ঘটে ওই দুজনের মাঝে। সেই অপরিচিতের একটি প্রস্তাবেই নাকি পাল্টে যাবে দম্পতির জীবন।
আরও পড়ুনঃ বেগমের ঘরে সোনালী পদক্ষেপ
কিন্তু কী এমন প্রস্তাব যা উল্টেপাল্টে দিতে পারে দুটি জীবন? উত্তর আছে ‘অপরিচিত’র কাছেই। তাই দেখতে ভুলবেন না আড্ডা টাইমস। চলছে স্ট্রিমিং।
বিভিন্ন চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত, সুজন নীল মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584