নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ঝাড়ু হাতে রীতিমতো রনং দেহি ‘সোয়েটার’-এর শ্রী থুড়ি অনুরাধা মুখার্জি।কাকে ঝাড়ু পেটা করলেন তিনি? এক সেলসম্যানকে।…আসল ঘটনাটা খুলে বলি তা হলে? শিলাদিত্য মৌলিকের নতুন শর্ট ফিল্ম ‘ভরম’। না, এটি কোনও লকডাউন স্পেশাল ফিল্ম নয়। করোনা থাবা বসানোর আগেই ছবিটি তৈরি করেন পরিচালক শিলাদিত্য মৌলিক। করোনা আর লকডাউনের ডামাডোলে এতদিন আটকে ছিল ছবিটি৷ তবে, এবার ইউটিউব প্ল্যাটফর্মে মুক্তি পেল ‘ভরম’।
বিষয়টা এরকম- একদিন এক সেলসম্যান আসে এক গৃহস্থী বাড়িতে। সেই গৃহস্থী একটি শপিং মলে গিয়ে লাকি কুপন কেটেছিল। আর তাতেই সে পায় একটি দামী কোম্পানির বিলাসবহুল গাড়ি। সেলসম্যান কলিং বেল বাজায়। এক পরিচারিকা ঝাড়ু হাতে বেরোয়। তাকে সেই সেলসম্যান বাড়ির মালকিনকে ডাকতে বলে।
মালকিনকে ডাকা তো দূর সেলসম্যানকে চোর ভেবে তাকে ঝাড়ু পেটা করতে শুরু করে। এমনকী ছুড়ি তোলে তার দিকে। এরপর সেই সেলসম্যান ইংরেজি বুলি বলতে শুরু করে আর পরিচারিকাকে বলে- “তুমি এসব ইংরেজি বুঝবে না।” আর ঠিক তখনই অনর্গল ইংরেজিতে কথা বলতে থাকে সেই পরিচারিকা।
পরে সেলসম্যান বুঝতে পারে পরিচারিকাটি আসলে বাড়ির মালকিন জানকি। আর মালকিন বুঝতে পারে চোর নয়, আগত মানুষটি সত্যিই সেলসের লোক। তার চেহারা দেখে জানকির ক্রিমিনাল বলে মনে হয় তাকে। আর জানকিকে দেখে কোনওভাবেই সেই সেলসম্যানের জানকি বলে মনে হয়নি। আর এতেই ঘটে বিপত্তি।
আরও পড়ুনঃ রাজ পরিবারে সুখবর, মা হতে চলেছেন শুভশ্রী
তারপর? জানতে হলে দেখতে হবে শিলাদিত্য মৌলিকের হিন্দি শর্ট ফিল্ম ‘ভরম’।রূপ বা চেহারা দিয়ে মানুষকে বিচার করা যায় না প্রমাণিত হল আরও একবার।
আরও পড়ুনঃ ঘরবন্দি মেয়েদের জন্য সায়ক-সুস্মিতার উপহার ‘ঘর কন্যা’
পাশাপাশি শিলাদিত্য মৌলিক তাঁর এই ছবির মাধ্যমে আরও বোঝাতে চেয়েছেন জানকির চরিত্রে অনুরাধা মুখার্জি, সেলসম্যানের চরিত্রে কান সিং সোধা। কাহিনি, চিত্রনাট্য এবং পরিচালনা সবই শিলাদিত্য মৌলিকের। ডিওপি- মধুরা পালিত। সম্পাদনায় সংলাপ ভৌমিক। সঙ্গীত পরিচালনায় রণজয় ভট্টাচার্য। দেখতে পারেন ছবিটি। মন্দ লাগবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584