তেলেঙ্গানা থেকে বাড়ি ফিরলেন মুর্শিদাবাদের ৬৩ জন পরিযায়ী শ্রমিক

0
63

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

তেলেঙ্গানা থেকে মুর্শিদাবাদের বাড়িতে মঙ্গলবার ফিরলেন ৬৩ জন পরিযায়ী শ্রমিক। করোনা আবহে লকডাউনের মধ্যে কাজ হারিয়ে দিশেহারা মুর্শিদাবাদের ডোমকল থেকে অন্য রাজ্যে কাজে যাওয়া শ্রমিকরা। কাজ বন্ধ হয়ে যায়। তার পর থেকে বাড়ি ফেরার জন্য ব্যস্ত হয় পড়েন। কীভাবে আসবেন বুঝে উঠতে পারছিলেন না।

migrants | newsfront.co
নিজস্ব চিত্র

কারণ, বাস ট্রেন বিমান সব বন্ধ। পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন জনপ্রতিনিধিদের সঙ্গে ফোনে কথা বলতে থাকেন। অবশেষে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর প্রচেষ্টায় ৩ টি স্পেশাল বাসের ব্যবস্থা করা হয়। সেই বাসে করে প্রায় ৬৩ জন পরিযায়ী শ্রমিককে তেলেঙ্গানা রাজ্য থেকে মুর্শিদাবাদে নিয়ে আসা হয়।

এদিন সেই সব শ্রমিকদের ডোমকল সুপার স্পেশালিস্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসার করাতে নিয়ে আসেন যুব কংগ্রেস জেলা সহসভাপতি ইউসুফ আলী ও জলঙ্গি ব্লক সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা।

আরও পড়ুনঃ বেঙ্গালুরুতে আটকে পড়া মানুষদের নিয়ে বাঁকুড়ায় ‘শ্রমিক স্পেশাল’

পরিযায়ী শ্রমিক জানান, ‘লকডাউনের ফলে আমরা কাজ হারিয়ে দিশেহারা হয়ে গিয়েছিলাম।বুঝে উঠতে পারছিলাম না কি করব না করব। রাজ্য সরকার ও অধীর রঞ্জন -এর উদ্যোগে আমরা ৪ দিন পরে আজ সকালে ডোমকল পৌঁছলাম। রাজ্য সরকার ও কংগ্রেসকর্মীদের অনেক ধন্যবাদ জানাই।’

এদিন ডোমকল ও জলঙ্গীর মোট ৩৬ জন তেলেঙ্গানা থেকে বাড়ি আসলেন বলে জানান ব্লক সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা। তাদের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন তিনি। তিনি জানান,’ওদের বাড়িতে থাকার কথা মনে করিয়ে দিলাম।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here