সীমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
ফের করোনার হাতছানি মগরাহাট এক নম্বর ব্লকে। এবার করোনা আক্রান্তের শিকার ১১ মাসের শিশু সহ তার মা । দু’জনকেই কলকাতা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। মগরাহাট এক নম্বর ব্লকের রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের উত্তর বিষ্ণুপুরের ঘটনা। ধরা পড়ার পর ঘটনাস্থলে পৌঁছায় উস্তি থানার পুলিশ, মগরাহাটের বিডিও সহ প্রতিনিধি দলের সদস্যরা।
উত্তর বিষ্ণুপুর এলাকাকে সংক্রমিত এলাকাকে চিহ্নিত করা হয়েছে। ৪০ জনকে সেকেন্ডারি হোম কোয়ারেন্টাইন জোনে রাখা হয়েছে । ১১ জনকে প্রাইমারি কোয়ারেন্টাইন জোরে রাখা হয়েছে । চলতি মাসে হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের পর পাশ্ববর্তী গ্রামপঞ্চায়েত রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের উত্তর বিষ্ণুপুরে ধরা পরল করোনা। ঘটনার পর এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন।
আরও পড়ুনঃ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, উত্তর দিনাজপুরে কোয়ারেন্টাইনে ৩০ জন
যদিও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এদিনের পর থেকে রঙ্গিলাবাদের উত্তর বিষ্ণুপুর পার্শ্ববর্তী এলাকার সমস্ত বাজার বন্ধ করা হবে। মগরাহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি মানবেন্দ্র মন্ডল জানিয়েছেন, গ্রামবাসীদের পাশে তাঁরা রয়েছেন। এই রোগের বিরুদ্ধে যে কোনোভাবে মোকাবিলা করতে প্রস্তুত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584