মজুরি বৃদ্ধির দাবীতে অস্থায়ী সাফাই কর্মীদের বিক্ষোভ মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে

0
140

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

Temporary Worker protest at Malda Medical college hospital
নিজস্ব চিত্র

মজুরি বৃদ্ধির দাবীতে কর্ম বিরতি রেখে বিক্ষোভ দেখাল মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী সাফাই কর্মীরা।শুক্রবার সকাল থেকে জরুরি বিভাগের সামনে ঝাড়ু ও বিভিন্ন সাফাই সরঞ্জাম নিয়ে বিক্ষোভ শুরু করে।

সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে বন্ধ হয়ে পড়ে হাসপাতালের সাফাই কাজ। ফলে বিভিন্ন ওয়াডে জমা হতে থাকে নোংরা বর্জ্য পদার্থ। প্রায় তিন ঘন্টা বিক্ষোভ চলার পর মজুরি বৃদ্ধির আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় অস্থায়ী কর্মীরা।

Temporary Worker protest at Malda Medical college hospital
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃতের পরিবারের আক্রমণে আহত সহকারী হাসপাতাল সুপার

মালদা মেডিকেল সুত্রে জানা গিয়েছে এক ঠিকা সংস্থার অধীনে মেডিকেলে প্রায় ৩০০ জন কর্মী সাফাইয়ের কাজ করেন।প্রায় ছয় বছর ধরে তারা কাজ করে আসছেন। বর্তমানে তাদের মজুরি ১৯৫ টাকা করে দেওয়া হয়।কিন্তু তাদের দাবী সরকারি নিয়মে তাদের মজুরি প্রায় ৩০৭ টাকা রয়েছে।

তাই মজুরি বৃদ্ধির দাবীতে এদিন কর্মবিরতি রেখে বিক্ষোভে সামিল হয়।পরে আবশ্য ঠিকা সংস্থার পক্ষ থেকে তাদের দাবী মেনে নেওয়া হয়।আগামী মাস থেকে তাদের ৩০৭ টাকা করে মজুরি দেওয়ার প্রস্তাব দেয়। আশ্বাস পেয়ে পুনরায় কাজে যোগ দেন সাফাই কর্মীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here