নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বাস্তব জীবনের দরজায় যে এমন এক ভিলেন এসে হাজির হবে ভেবেছিল কে? রক্তমাংসের ভিলেনের সঙ্গে লড়াই করা যায়। ভাইরাস কিংবা ব্যাকটেরিয়ার সঙ্গে কি সম্ভব? প্রশ্নটা অমূলক নয় ঠিকই, কিন্তু আমরা তো লড়াই করেও চলেছি প্রতিদিন।
মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস- আমাদের স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠেছে একপ্রকার! আমরা পারছি তো শপিং মলে না গিয়ে থাকতে, পারছি তো রেস্তোরাঁয় না-খেয়ে থাকতে, পারছি তো আপনজনের স্পর্শ না পেয়ে থাকতে, পারছি অফিসে না গিয়ে দিনের পর দিন অকর্মণ্যের মতো ঘরে শুয়ে বসে থাকতে। এরকম ‘পারা’র তালিকা বেশ অনেক বড়। পারে, মানুষই পারে।
লকডাউন শিথিল হচ্ছে ধীরে ধীরে। তবে, আক্রান্তের সংখ্যাও বাড়ছে তালে তাল মিলিয়ে। তাই লকডাউন উঠে যাওয়া মানেই লাগামহীন ঘোরাফেরা নয়, থাকতে হবে ঘরেই বেশি পরিমাণে। খুব প্রয়োজন ছাড়া না বেরনোই ভাল। ভাবছেন হয়ত, এ তো জানা কথা। আবার নতুন করে বলার মানে কী?
বলার কারণ অন্য। অভিনেতা ইন্দ্রনীল মল্লিক ‘কোভিড-১৯’কে সামনে রেখে একটি শর্ট ফিল্ম বানিয়েছেন। নাম ‘এরম CORONA’। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন অভিনেতা জিতু কমল। প্রসঙ্গত, পরিচালক হিসেবে ইন্দ্রনীলের এটা প্রথম কাজ। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা তিনি। বিনোদনজগতে ইন্দ্রনীলের অভিষেক ঘটে সুরের হাত ধরে। সুগায়কও বটে তিনি।
আরও পড়ুনঃ বিশ্বের প্রথম রোগকেন্দ্রিক ফিকশন কিংশুক দে’র ‘DAY’
এক ঝাঁক অভিনেতা অভিনয় করেছেন এই ছবিতে। রয়েছেন ইন্দ্রনীল মল্লিক, গৌরব রায়চৌধুরী, গৌরব চ্যাটার্জি, অনিন্দ্য ব্যানার্জি, জিতু কমল,জয়ী দেবরায়। এরা একে অপরের বন্ধু। করোনার কারণে সকলেই গৃহবন্দি। গল্পে দেখানো হচ্ছে, লকডাউন উঠে গিয়েছে। এক বন্ধু অন্যদের সঙ্গে দেখা করতে চাইলে বন্ধুরা বাধা দিচ্ছে।
আমরা প্রত্যেকেই যদি প্রত্যেককে এ ভাবে সচেতন করার দায়িত্ব নিই তা হলে সমস্যার সমাধান আজ না হোক, দুদিন পর হবেই। এমনই বিশ্বাস গল্পকারের। ছবিতে ব্যস্ত কলকাতা আর করোনার কারণে অলস নাগরিকের দুই ভিন্ন চিত্র উঠে এসেছে। প্রত্যেকের অভিনয় খুব সাবলীল এবং প্রাণবন্ত। দেখতে পারেন ছবিটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584