নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
লকডাউন মেনে বাড়িতে তো আছেন, কেমন হবে বলুন তো যদি একদিন সারাদিন আপনার বাড়ির ফ্যান লাইট না চলে? আপনি টিভি দেখতে না পারেন? মোবাইলে চার্জ দিয়ে সারাদিন ওয়েব সিরিজে মুখ গুঁজে না থাকতে পারেন? পারবেন তো ভাল থাকতে? পারবেন তো বাড়িতে বসে থাকতে? না, পারবেন না।
আজ এই পরিষেবাটি আপনার কাছে ২৪ ঘণ্টা আছে বলে আপনি দিব্যি ফ্যানের হাওয়া খাচ্ছেন, এ.সিতে ঘুমোচ্ছেন, ফ্রিজের ঠাণ্ডা জল খাচ্ছেন, চিমনি চালিয়ে রান্না করছেন, মিক্সিতে মশলা বাটছেন। আরও কত কীই না করছেন কিংবা আমরা করে চলেছি সবাই প্রতিনিয়ত।
আরও পড়ুনঃ লকডাউন শর্টস-এর পরবর্তী নিবেদনে সেন পরিবার
বিদ্যুত আসলে এমনই একটি অত্যন্ত জরুরি পরিষেবা। করোনার বিরুদ্ধে যুদ্ধে এই কঠিন সময়ে একদিকে যেমন ডাক্তার, নার্স সহ অন্যান্য স্বাস্থ্য কর্মী, পুলিশ, কলকাতা পুরসভা তথা অন্যান্য পুরসভাগুলির কর্মী ও আধিকারিকরা জীবন হাতে নিয়ে লড়়াই করছেন তেমনি রাজ্যের বিদ্যুৎ কর্মীরাও মানুষের পাশে থেকে ২৪ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা নিরবচ্ছিন্ন রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রচারের আড়ালে থাকা এই সব সহযোদ্ধাদের নিয়ে ঘরে বসে স্বল্প দৈর্ঘ্যের একটি ছবি বানালেন পরিচালক শ্রীজিৎ রায়। সম্পাদনাউ যীশু নাথ। সমগ্র পরিকল্পনায়’ ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড’- এর জনসংযোগ আধিকারিক তথা অভিনেতা অসীম রায়চৌধুরী। ছবিতে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584