নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
উচ্চবিত্তদের সঞ্চিত অর্থ আছে, নিম্নবিত্তদের জন্য আছে ত্রাণ, মধ্যবিত্তদের জন্য আছে কি কিছু? না নেই। তাদের না আছে সঞ্চয় না পায় তারা ত্রাণ। কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিলেও অবশ্য তাদের বাঁধে ইগোতে। অন্যের কাছ থেকে শ্রম ছাড়া টাকা পয়সা নিতে তাদের রুচিতে, সম্মানে আর মানসিকতায় বাঁধে।
অন্যায় নেই এতে। আর এহেন এক স্পর্শকাতর বিষয়কে মাথায় নিয়েই একটি স্বল্প দৈর্ঘের ছবি বানিয়েছেন অভিনেত্রী পিয়ালি মুখার্জি। ছবির নাম ‘আনলক’। তাঁর সঙ্গে জোট বেঁধেছেন অভিনেত্রী জুহি সেনগুপ্ত। দুজনেই বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ।
গল্প বেঁধেছেন পিয়ালি। গল্পটা এরকম- লাগাতার লকডাউনে ক্লান্ত এক বন্ধু (পিয়ালি) আরেক বন্ধুকে (জুহি) ফোন করে নিজের অসহায়তার কথা শেয়ার করছে। তার একটি পার্লার আছে। সেটা আজ অনেকদিন হল বন্ধ। নিজেরই রোজগার নেই কর্মচারীদের কী ভাবে মাইনে দেবে তা নিয়ে বেশ দুশ্চিন্তায় সে। লকডাউন উঠলেও মেনে চলতে হবে সামাজিক দূরত্ব।
আরও পড়ুনঃ থামল না নোবেল ঝড়
কিন্তু এভাবে কি আইব্রো, ফেসিয়াল, স্পা ইত্যাদি করা সম্ভব? তার বক্তব্য, আমরা যারা মধ্যবিত্ত তাদের কী হবে? যারা অল্প পুঁজিতে ব্যবসা করছি তাদের কী হবে? তাদের কথা কে ভাববে? তখন জুহি পিয়ালিকে অনলাইনে ব্যবসা শুরু করার বুদ্ধি বাতলে দেয়। যেটা সে নিজেও করছে। অনলাইনে কুকিং ক্লাস করাচ্ছে সে। আর এখন তার স্টুডেন্টও বেড়েছে অনেক। পিয়ালি নতুনভাবে শুরু করার দিশা খুঁজে পায়।…
আরও পড়ুনঃ ‘হাফ ডজন গপ্পো’ নিয়ে আসছে এসডিপি ভেঞ্চার
তা হলে কি সেই দিনই আসছে যেদিন সবই চলবে অনলাইনে? আচ্ছা সমাজের সব স্তরের মানুষ কি ডিজিটালে অভ্যস্ত? তারা কি সকলেই পারবে অনলাইনে জামাকাপড় কিনতে, লেখাপড়া করতে কিংবা অন্যান্য প্রয়োজন মেটাতে? সময়টা আজ অনেক প্রশ্নের সম্মুখীন। উত্তর মেলার অপেক্ষায় আমরা সবাই। উত্তর মিলবে না একদিনে। মিলবে ধীরে ধীরে, জীবনের চলার পথ দেবে রোজকার প্রশ্নের উত্তর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584